পবা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পবা উপজেলায় একটি হিমাগারে রাখা কৃষকের বিপুল পরিমাণ আলুতে পচন ধরেছে। পবার মদন হাটি এলাকায় অবস্থিত ‘আমান কোল্ড স্টোরেজ লিমিটেডে’ এমন ঘটনা ঘটেছে। কয়েক শ কৃষক ও ব্যবসায়ী হিমাগারটিতে (কোল্ড স্টোরেজ) মাত্র এক মাস আগেই আলু জমা রেখেছিলেন।
হিমাগার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে হিমাগারটিতে ১ লাখ ৬৬ হাজার বস্তা আলু আছে। প্রতিটি বস্তায় আলুর পরিমাণ ৫০ কেজি। বর্তমানে ৫০ কেজি আলুর বস্তার দাম ৬০০ টাকা। সব আলু পচে গেলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৯ কোটি ৯৬ লাখ টাকায়।
চাষিদের দাবি, সব আলুই পচে গেছে। তাঁরা বলছেন, বস্তায় একটি আলু পচে যাওয়া মানেই সব আলু নষ্ট হয়ে যাওয়া। এগুলো আর খাওয়ার উপযোগী নেই।
বুধবার সকালে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ঘর থেকে আলুর বস্তা বের করে স্টোরেজের ভেতরেই বাতাস দেওয়া হচ্ছিল। তখনই কৃষকেরা আলু পচে যাওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ক্ষতিপূরণের দাবিতে তাঁরা হিমাগারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে হিমাগার কর্তৃপক্ষ আগামী ১০ দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে কৃষকেরা শান্ত হন।
বিকেলে সরেজমিনে হিমাগারে গিয়ে দেখা গেছে, যে বস্তাই খোলা হচ্ছে সেখান থেকেই বের হচ্ছে পচা আলু। আলু চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারের গ্যাস মেশিন খারাপ থাকার পরও আলু তোলা হয়েছে হিমাগারে। তীব্র গরমে দুর্বল মেশিন ঠিকমতো গুদাম ঠান্ডা রাখতে পারেনি, ফলে আলুতে পচন ধরেছে।
আলু ব্যবসায়ী কামরুল হাসান বলেন, ‘আমি ৭ হাজার বস্তা আলু রেখেছিলাম। এখন জানতে পারলাম, সব আলু পচে গেছে। ক্ষতিপূরণ না দিলে আমি পথে বসে যাব।’ তিনি জানান, মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত হিমাগারে আলু রাখেন কৃষকেরা। এ জন্য বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা ভাড়া দিতে হয়। আলুর বস্তা বের করার সময় টাকা দিতে হয়।
রানা সর্দার নামের এক ব্যবসায়ী বলেন, ‘গত বছর আমি এই কোল্ড স্টোরেজে আলু রেখেছিলাম। সেখান থেকে বের করে বিক্রির পর ক্রেতারা অভিযোগ করেন যে—আলুর মান ভালো না। নষ্ট হয়ে গেছে। তাই এবার সব আলু অন্য হিমাগারে রেখেছি। শুধু একটা ট্রলি ভুল করে আমানে ঢুকে পড়েছিল বলে সে ট্রলির ৫৭ বস্তা আলু এখানে রেখেছিলাম। এগুলো সব পচে গেছে।’
হিমাগারের ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ‘আলু নানা কারণেই পচতে পারে। আলুর মান খারাপ হলেও পচে যায়। কেন পচে গেছে তা জানি না। কী পরিমাণ পচেছে সে হিসাবও করা হয়নি।’ চাষিদের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে ফারুক হোসেন বলেন বলেন, ‘আমার মালিকের এটা একদিনের ব্যবসা না। কীভাবে কী করা যায় তা দেখছি।’

রাজশাহীর পবা উপজেলায় একটি হিমাগারে রাখা কৃষকের বিপুল পরিমাণ আলুতে পচন ধরেছে। পবার মদন হাটি এলাকায় অবস্থিত ‘আমান কোল্ড স্টোরেজ লিমিটেডে’ এমন ঘটনা ঘটেছে। কয়েক শ কৃষক ও ব্যবসায়ী হিমাগারটিতে (কোল্ড স্টোরেজ) মাত্র এক মাস আগেই আলু জমা রেখেছিলেন।
হিমাগার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বর্তমানে হিমাগারটিতে ১ লাখ ৬৬ হাজার বস্তা আলু আছে। প্রতিটি বস্তায় আলুর পরিমাণ ৫০ কেজি। বর্তমানে ৫০ কেজি আলুর বস্তার দাম ৬০০ টাকা। সব আলু পচে গেলে ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৯ কোটি ৯৬ লাখ টাকায়।
চাষিদের দাবি, সব আলুই পচে গেছে। তাঁরা বলছেন, বস্তায় একটি আলু পচে যাওয়া মানেই সব আলু নষ্ট হয়ে যাওয়া। এগুলো আর খাওয়ার উপযোগী নেই।
বুধবার সকালে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ঘর থেকে আলুর বস্তা বের করে স্টোরেজের ভেতরেই বাতাস দেওয়া হচ্ছিল। তখনই কৃষকেরা আলু পচে যাওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর ক্ষতিপূরণের দাবিতে তাঁরা হিমাগারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে হিমাগার কর্তৃপক্ষ আগামী ১০ দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে কৃষকেরা শান্ত হন।
বিকেলে সরেজমিনে হিমাগারে গিয়ে দেখা গেছে, যে বস্তাই খোলা হচ্ছে সেখান থেকেই বের হচ্ছে পচা আলু। আলু চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগারের গ্যাস মেশিন খারাপ থাকার পরও আলু তোলা হয়েছে হিমাগারে। তীব্র গরমে দুর্বল মেশিন ঠিকমতো গুদাম ঠান্ডা রাখতে পারেনি, ফলে আলুতে পচন ধরেছে।
আলু ব্যবসায়ী কামরুল হাসান বলেন, ‘আমি ৭ হাজার বস্তা আলু রেখেছিলাম। এখন জানতে পারলাম, সব আলু পচে গেছে। ক্ষতিপূরণ না দিলে আমি পথে বসে যাব।’ তিনি জানান, মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত হিমাগারে আলু রাখেন কৃষকেরা। এ জন্য বস্তাপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা ভাড়া দিতে হয়। আলুর বস্তা বের করার সময় টাকা দিতে হয়।
রানা সর্দার নামের এক ব্যবসায়ী বলেন, ‘গত বছর আমি এই কোল্ড স্টোরেজে আলু রেখেছিলাম। সেখান থেকে বের করে বিক্রির পর ক্রেতারা অভিযোগ করেন যে—আলুর মান ভালো না। নষ্ট হয়ে গেছে। তাই এবার সব আলু অন্য হিমাগারে রেখেছি। শুধু একটা ট্রলি ভুল করে আমানে ঢুকে পড়েছিল বলে সে ট্রলির ৫৭ বস্তা আলু এখানে রেখেছিলাম। এগুলো সব পচে গেছে।’
হিমাগারের ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ‘আলু নানা কারণেই পচতে পারে। আলুর মান খারাপ হলেও পচে যায়। কেন পচে গেছে তা জানি না। কী পরিমাণ পচেছে সে হিসাবও করা হয়নি।’ চাষিদের ক্ষতিপূরণ দেওয়া প্রসঙ্গে ফারুক হোসেন বলেন বলেন, ‘আমার মালিকের এটা একদিনের ব্যবসা না। কীভাবে কী করা যায় তা দেখছি।’

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৬ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
২৪ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৯ মিনিট আগে