ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমান পাবনার ভাঙ্গুড়ার মনিরুল ইসলাম মিলন (৩১) নামের এক যুবক। কিন্তু কাজ করতে গিয়ে মাটিচাপা পড়ে মারা যান তিনি। মুহূর্তেই শেষ হয়ে যায় সবকিছু।
মিলন উপজেলার ঝবঝবিয়া গ্রামের কৃষক জমিন উদ্দিনের ছেলে। স্ত্রী ও পাঁচ বছরের একটি ছেলেসন্তান রয়েছে তাঁর। গত বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার মাচাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠান।
অষ্টমনীষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতানা জাহান বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রবাসী মনিরুল ইসলাম মিলনের মৃত্যুর ঘটনা জেনেছি। আজ শনিবার দুপুর ১২টার দিকে ওই বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাবেন। আমিও তাঁর সঙ্গে থাকব। পরিবারটিকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করা হবে।’
পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান মিলন দেশে বেশ কয়েকটি কোম্পানিতে চাকরি করেছেন। কিন্তু কোনো কাজেই তিনি সুবিধা করতে পরছিলেন না। তাই স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন বিদেশে যাওয়ার। ৯ মাস আগে ভাগ্যবদলের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান মিলন। কিন্তু সেখানে গিয়েও কথামতো কাজ না পেয়ে হতাশ হন তিনি। পরে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিকের কাজ নেন। ঘটনার দিন বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্পে ১১ ফুট মাটির নিচে পাইলিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটিচাপা পড়ে মারা যান মিলন।
উল্লেখ্য, সেদিনের দুর্ঘটনায় মিলনের সঙ্গে আরও দুই প্রবাসী বাংলাদেশি মারা যান।
মিলনের স্ত্রী সনজুয়ারা খাতুন বলেন, ‘আমার স্বামী ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যান। বাড়িতে একটি টাকাও পাঠাতে পারেননি। তাই ধারদেনাও শোধ করা যায়নি। এর মধ্যে আমাদের ছেড়ে ও চলে গেলেন।’
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘বিষয়টি জেনেছি। আজ শনিবার ওই বাড়িতে গিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব। মিলনের লাশ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মালয়েশিয়া পাড়ি জমান পাবনার ভাঙ্গুড়ার মনিরুল ইসলাম মিলন (৩১) নামের এক যুবক। কিন্তু কাজ করতে গিয়ে মাটিচাপা পড়ে মারা যান তিনি। মুহূর্তেই শেষ হয়ে যায় সবকিছু।
মিলন উপজেলার ঝবঝবিয়া গ্রামের কৃষক জমিন উদ্দিনের ছেলে। স্ত্রী ও পাঁচ বছরের একটি ছেলেসন্তান রয়েছে তাঁর। গত বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার মাচাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠান।
অষ্টমনীষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতানা জাহান বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মালয়েশিয়ায় দুর্ঘটনায় প্রবাসী মনিরুল ইসলাম মিলনের মৃত্যুর ঘটনা জেনেছি। আজ শনিবার দুপুর ১২টার দিকে ওই বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যাবেন। আমিও তাঁর সঙ্গে থাকব। পরিবারটিকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করা হবে।’
পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের সন্তান মিলন দেশে বেশ কয়েকটি কোম্পানিতে চাকরি করেছেন। কিন্তু কোনো কাজেই তিনি সুবিধা করতে পরছিলেন না। তাই স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন বিদেশে যাওয়ার। ৯ মাস আগে ভাগ্যবদলের আশায় মালয়েশিয়ায় পাড়ি জমান মিলন। কিন্তু সেখানে গিয়েও কথামতো কাজ না পেয়ে হতাশ হন তিনি। পরে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিকের কাজ নেন। ঘটনার দিন বৃহস্পতিবার সড়ক নির্মাণ প্রকল্পে ১১ ফুট মাটির নিচে পাইলিংয়ের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটিচাপা পড়ে মারা যান মিলন।
উল্লেখ্য, সেদিনের দুর্ঘটনায় মিলনের সঙ্গে আরও দুই প্রবাসী বাংলাদেশি মারা যান।
মিলনের স্ত্রী সনজুয়ারা খাতুন বলেন, ‘আমার স্বামী ধারদেনা করে ৫ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় যান। বাড়িতে একটি টাকাও পাঠাতে পারেননি। তাই ধারদেনাও শোধ করা যায়নি। এর মধ্যে আমাদের ছেড়ে ও চলে গেলেন।’
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘বিষয়টি জেনেছি। আজ শনিবার ওই বাড়িতে গিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব। মিলনের লাশ দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া সড়কের হাওয়াইখালী সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর গাজী যশোরের বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে।
৩ মিনিট আগে
২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৯ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১৪ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে