বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের কমিটিতে অছাত্র ও মাদক ব্যবসায়ীকে স্থান দেওয়ার অভিযোগ তুলে পাল্টা কমিটি ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। আজ মঙ্গলবার এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে নয়ন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আব্দুল গফুর বিপ্লব গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে গত বছরের ৪ ডিসেম্বর তাঁকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, ২০২১ সালের ৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় গাবতলী উপজেলা শাখা কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে মিজনুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
২০২২ সালের ৭ নভেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা দেন। ওই রাত থেকেই ছাত্রলীগের এক অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। আব্দুল গফুর বিপ্লব ওই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। এ কারণে গত বছরের ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে তাঁকে বহিষ্কার করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে মিজানুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুর রাকিবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করা হয়।
গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় জেলা ছাত্রলীগ বিপ্লবকে অব্যাহতি দিয়েছে। মানুষ হাসানোর জন্য তাঁরা দুর্বৃত্তদের নিয়ে একটি কমিটি দিয়েছে। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলার দায়িত্বশীলদের এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।
পাল্টা কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আব্দুল গফুর বিপ্লব বলেন, ‘ছাত্রলীগের প্রকৃত কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগ যে কমিটি দিয়েছে সেখানে অছাত্র ও মাদকসেবীরা জায়গা পেয়েছেন। অব্যাহতি দেওয়ার সময় আমাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাঁরা জানায়নি। জেলা ছাত্রলীগের দেওয়া তথাকথিত কমিটির প্রতি আমাদের চ্যালেঞ্জ, মাঠের রাজনীতিতে আমরাই থাকবো।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় বিপ্লবকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। পাল্টা কমিটি দেওয়ার কোনো এখতিয়ার তাঁর নেই। বিষয়টি কেন্দ্রে জানানো হবে। পাল্টা কমিটির নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের কমিটিতে অছাত্র ও মাদক ব্যবসায়ীকে স্থান দেওয়ার অভিযোগ তুলে পাল্টা কমিটি ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। আজ মঙ্গলবার এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে নয়ন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আব্দুল গফুর বিপ্লব গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে গত বছরের ৪ ডিসেম্বর তাঁকে বহিষ্কার করা হয়।
জানা গেছে, ২০২১ সালের ৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস ও সাধারণ সম্পাদক অসীম কুমার রায় গাবতলী উপজেলা শাখা কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে মিজনুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুল গফুর বিপ্লবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
২০২২ সালের ৭ নভেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সজীব সাহাকে সভাপতি এবং আল-মাহিদুল ইসলাম জয়কে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা দেন। ওই রাত থেকেই ছাত্রলীগের এক অংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। আব্দুল গফুর বিপ্লব ওই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। এ কারণে গত বছরের ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে তাঁকে বহিষ্কার করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের ২ ফেব্রুয়ারি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গাবতলী উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এতে মিজানুর রহমান পান্নাকে সভাপতি ও আব্দুর রাকিবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যেই পাল্টা আরেকটি কমিটি ঘোষণা করা হয়।
গাবতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় জেলা ছাত্রলীগ বিপ্লবকে অব্যাহতি দিয়েছে। মানুষ হাসানোর জন্য তাঁরা দুর্বৃত্তদের নিয়ে একটি কমিটি দিয়েছে। উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলার দায়িত্বশীলদের এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে।
পাল্টা কমিটির সাধারণ সম্পাদক দাবিদার আব্দুল গফুর বিপ্লব বলেন, ‘ছাত্রলীগের প্রকৃত কর্মীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। বগুড়া জেলা ছাত্রলীগ যে কমিটি দিয়েছে সেখানে অছাত্র ও মাদকসেবীরা জায়গা পেয়েছেন। অব্যাহতি দেওয়ার সময় আমাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ তাঁরা জানায়নি। জেলা ছাত্রলীগের দেওয়া তথাকথিত কমিটির প্রতি আমাদের চ্যালেঞ্জ, মাঠের রাজনীতিতে আমরাই থাকবো।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, সংগঠন পরিপন্থী কাজ করায় বিপ্লবকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। পাল্টা কমিটি দেওয়ার কোনো এখতিয়ার তাঁর নেই। বিষয়টি কেন্দ্রে জানানো হবে। পাল্টা কমিটির নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে