Ajker Patrika

পদ্মায় ধরা পড়ল ৫৪ কেজির বাগাড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৭: ০৬
পদ্মায় ধরা পড়ল ৫৪ কেজির বাগাড়

রাজশাহীর পদ্মা নদীতে ৫৪ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজশাহী শহরের জাহাজঘাটের বিপরীতে পদ্মা নদীতে জেলেদের জালে এই মাছ ধরা পড়ে। পরে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

মাছটি ধরা পড়েছিল নগরীর মিজানের মোড় এলাকার জেলে শাহ জামালের জালে। তিনি বলেন, সন্ধ্যার দিকে জাল নিয়ে তাঁরা মাছ ধরতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন জামাল উদ্দিন। প্রায় চার ঘণ্টা পরে মাছটি তাঁর জালে আটকা পড়ে। পরে আজ শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয় মাছ ব্যবসায়ী বজলুর রহমান তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।

এর কয়েক দিন আগে রাজশাহীর গোদাগাড়ীতে ৭৪ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছিল পদ্মা নদীতে। মিজানের মোড় এলাকায় এই মাছটি আনা হলে সকালে তা দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ী আসেন এবং ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

বজলুর রহমান বলেন, তিনি মাছটি নিয়ে ঢাকায় যেতে চেয়েছিলেন। তার আগে পাশের বালুঘাটের লোকজন মাছটি কিনে নিয়েছেন। তিনি তাঁদের কাছ থেকে ৫ হাজার টাকা লাভ দাবি করেছেন। টাকা এখনো পাননি। এলাকার মানুষ খেতে চেয়েছে, তাই তিনি ছাড় দিয়েছেন। ঢাকায় নিয়ে গেলে মাছটা অনেক দামে বিক্রি করতে পারতেন বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত