বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে রাতে পুকুর খনন করার সময় ভেকু মেশিনের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ী মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, পুকুর খনন নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে।
ককটেল বিস্ফোরণ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা তৈয়ম হোসেন বলেন, ‘জোয়াড়ী মির্জাপুর গ্রামের নুর ইসলামের পুকুরে রাতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন কাচুটিয়া গ্রামের চাঁদ মাহমুদের ছেলে মোস্তাফা হোসেন (৪০) ও নওদা জোয়াড়ী গ্রামের হাসেম আলী (৩৮)। কয়েক দিন আগে ওই ভেকু মেশিন নষ্ট হয়ে যায়। গতকাল সোমবার রাতে মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে মাটি কেটে বিক্রি শুরুর কিছুক্ষণ পরে বিকট শব্দ হয়। সেখানে দেখি কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ওই সময় কয়েকটি ককটেলের খোসা পড়ে থাকতে দেখা গেছে।’
ভেকু মেশিনের চালক হামিদুল ইসলাম বলেন, ‘আমি গাড়ি চালানো অবস্থায় পাশেই বিকট শব্দ হয়। আমি তাকিয়ে দেখি বেশ ধোঁয়া ও আগুন জ্বলছে।’
এ বিষয়ে মোস্তাফা হোসেন বলেন, ‘আমি হাসেম আলীর কাছ থেকে ভেকু মেশিন ভাড়া নিয়ে একটি পুকুর সংস্কার করতে ছিলাম। তাঁর ভেকু নষ্ট হয়ে যাওয়ায় আরেকটি ভেকু এনে কাজ করা অবস্থায় হাসেম আলী ও তাঁর ভাই জিয়া হোসেনসহ কয়েকজন এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাক্টরের চাবি নিয়ে যায়। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
হাসেম আলী বলেন, ‘আমি ও মোস্তফা হোসেন পার্টনারে নুর ইসলামের পুকুর সংস্কার করে আসছিলাম। আমার ভেকু মেশিন নষ্ট হওয়ায় এর মেরামতকাজ প্রায় শেষের দিকে। মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে পুকুর কাটা শুরু করেছে। এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণ বা চাবি নিয়ে নেওয়ার মতো কোনো কিছুই আমার জানা নাই।’

নাটোরের বড়াইগ্রামে রাতে পুকুর খনন করার সময় ভেকু মেশিনের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার জোয়াড়ী মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, পুকুর খনন নিয়ে দ্বন্দ্বে ঘটনাটি ঘটেছে।
ককটেল বিস্ফোরণ হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দা তৈয়ম হোসেন বলেন, ‘জোয়াড়ী মির্জাপুর গ্রামের নুর ইসলামের পুকুরে রাতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন কাচুটিয়া গ্রামের চাঁদ মাহমুদের ছেলে মোস্তাফা হোসেন (৪০) ও নওদা জোয়াড়ী গ্রামের হাসেম আলী (৩৮)। কয়েক দিন আগে ওই ভেকু মেশিন নষ্ট হয়ে যায়। গতকাল সোমবার রাতে মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে মাটি কেটে বিক্রি শুরুর কিছুক্ষণ পরে বিকট শব্দ হয়। সেখানে দেখি কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ওই সময় কয়েকটি ককটেলের খোসা পড়ে থাকতে দেখা গেছে।’
ভেকু মেশিনের চালক হামিদুল ইসলাম বলেন, ‘আমি গাড়ি চালানো অবস্থায় পাশেই বিকট শব্দ হয়। আমি তাকিয়ে দেখি বেশ ধোঁয়া ও আগুন জ্বলছে।’
এ বিষয়ে মোস্তাফা হোসেন বলেন, ‘আমি হাসেম আলীর কাছ থেকে ভেকু মেশিন ভাড়া নিয়ে একটি পুকুর সংস্কার করতে ছিলাম। তাঁর ভেকু নষ্ট হয়ে যাওয়ায় আরেকটি ভেকু এনে কাজ করা অবস্থায় হাসেম আলী ও তাঁর ভাই জিয়া হোসেনসহ কয়েকজন এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ট্রাক্টরের চাবি নিয়ে যায়। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
হাসেম আলী বলেন, ‘আমি ও মোস্তফা হোসেন পার্টনারে নুর ইসলামের পুকুর সংস্কার করে আসছিলাম। আমার ভেকু মেশিন নষ্ট হওয়ায় এর মেরামতকাজ প্রায় শেষের দিকে। মোস্তফা হোসেন আরেকটি ভেকু মেশিন নিয়ে এসে পুকুর কাটা শুরু করেছে। এই বিষয় নিয়ে আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তবে ককটেল বিস্ফোরণ বা চাবি নিয়ে নেওয়ার মতো কোনো কিছুই আমার জানা নাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৮ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৪ মিনিট আগে