রাজশাহী প্রতিনিধি

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির তিন নেতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন।
এই তিন নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
আদালত তাঁদের জামিন আবেদনের ব্যাপারে কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আগামী রোববার (২৬) সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই তিন নেতা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ছয় মাস পলাতক থাকার পর গত ২৫ আগস্ট তাঁরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেন।
এ মামলায় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও আসামি করা হয়েছে। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেননি। তাই নিম্ন আদালতেও যাননি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল হক মিলন জানান, ‘আমরা তিনজন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করি। তবে মূল নথি ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে না যাওয়ায় আদালত শুনানি করেননি। তিনি নথি তলব করেছেন এবং শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন রেখেছেন। আমরা সেদিন আবারও কোর্টে যাব।’
রাজশাহীতে গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সরকারবিরোধী বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং সরকার উৎখাতের হুমকির অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির তিন নেতা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁরা রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন।
এই তিন নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
আদালত তাঁদের জামিন আবেদনের ব্যাপারে কোন আদেশ না দিয়ে শুনানির জন্য আগামী রোববার (২৬) সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওই তিন নেতা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রায় ছয় মাস পলাতক থাকার পর গত ২৫ আগস্ট তাঁরা উচ্চ আদালতে হাজির হয়ে জামিন নেন।
এ মামলায় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকেও আসামি করা হয়েছে। তবে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেননি। তাই নিম্ন আদালতেও যাননি। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিকুল হক মিলন জানান, ‘আমরা তিনজন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করি। তবে মূল নথি ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে না যাওয়ায় আদালত শুনানি করেননি। তিনি নথি তলব করেছেন এবং শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন রেখেছেন। আমরা সেদিন আবারও কোর্টে যাব।’
রাজশাহীতে গত ২ মার্চ বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সরকারবিরোধী বক্তব্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং সরকার উৎখাতের হুমকির অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৫ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৪ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৯ মিনিট আগে