Ajker Patrika

রাজশাহীতে হলিডে মার্কেট চালু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে হলিডে মার্কেট চালু

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরীতে প্রথমবারের মতো চালু হলো হলিডে মার্কেট। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হলিডে মার্কেটের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে মেয়র লিটন বলেন, রাজশাহীতে যেসব উদ্যোক্তাদের শো-রুম বা বিক্রয়কেন্দ্র নেই, তাঁদের জন্য হলিডে মার্কেট বিশাল একটি সুযোগ। তাঁরা এখানে তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। অপরদিকে ক্রেতারাও সুলভমূল্যে বিভিন্ন পণ্য কিনতে পারবেন।

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, হলিডে মার্কেটে ৭০টি স্টল রয়েছে। প্রথম অবস্থায় তিন দিন এ মার্কেট চালু থাকবে। 

সার্কিট হাউস রোডের দুই পাশের ফুটপাতে বসেছে এ হলিডে মার্কেট। শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মার্কেট চলবে। আসন্ন ঈদের পর থেকে প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার এ হলিডে মার্কেট চালু রাখার কথা জানিয়েছেন আয়োজকেরা। 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহসভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক ফরিদ উদ্দিন, শাহাদত হোসেন বাবু, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত