প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীর নিউমার্কেট ও হকার্স মার্কেট ভেঙে নতুন অত্যাধুনিক বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গতকাল রোববার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রাসিক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন। সভায় সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্নয়নের পক্ষে মত দেন ব্যবসায়ীরা।
সভায় মেয়র বলেন, নিউমার্কেটের অবকাঠামো অনেক পুরোনো। আয়ুষ্কাল প্রায় শেষ পর্যায়ে। প্রায় ছয় বিঘা জায়গার ওপর নির্মিত মার্কেটটি এখন যুগোপযোগী নয়। সিটি করপোরেশনের আয় বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য সুন্দর পরিবেশ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য অত্যাধুনিক এ মার্কেট নির্মাণ করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নিয়েই পরিকল্পিতভাবে বহুতল মার্কেটটি নির্মাণ করা হবে।
রাসিক মেয়র আরও বলেন, ভবিষ্যতে নিউমার্কেট হবে উত্তরবঙ্গের আইকনিক টাওয়ার। এর মাধ্যমে রাজশাহী উত্তরবঙ্গের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। মার্কেটটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। মার্কেটের বর্তমান ব্যবসায়ীদেরও পুনর্বাসন করা হবে। মার্কেট নির্মাণের মধ্যবর্তী সময়ে নিউমার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ীদের পার্শ্ববর্তী দারুচিনি প্লাজায় সাময়িকভাবে স্থানান্তর করা হবে। মার্কেটের নির্মাণকাজ শেষ হলে তারা পুনরায় নিউমার্কেটে ফিরবেন।
সভায় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী লুলু, সাধারণ সম্পাদক মুনজুর হোসেন চুমকু, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি বেলাল আহমেদ প্রমুখ।

রাজশাহী: রাজশাহীর নিউমার্কেট ও হকার্স মার্কেট ভেঙে নতুন অত্যাধুনিক বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। গতকাল রোববার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন রাসিক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন। সভায় সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উন্নয়নের পক্ষে মত দেন ব্যবসায়ীরা।
সভায় মেয়র বলেন, নিউমার্কেটের অবকাঠামো অনেক পুরোনো। আয়ুষ্কাল প্রায় শেষ পর্যায়ে। প্রায় ছয় বিঘা জায়গার ওপর নির্মিত মার্কেটটি এখন যুগোপযোগী নয়। সিটি করপোরেশনের আয় বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য সুন্দর পরিবেশ এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য অত্যাধুনিক এ মার্কেট নির্মাণ করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নিয়েই পরিকল্পিতভাবে বহুতল মার্কেটটি নির্মাণ করা হবে।
রাসিক মেয়র আরও বলেন, ভবিষ্যতে নিউমার্কেট হবে উত্তরবঙ্গের আইকনিক টাওয়ার। এর মাধ্যমে রাজশাহী উত্তরবঙ্গের মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। মার্কেটটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। মার্কেটের বর্তমান ব্যবসায়ীদেরও পুনর্বাসন করা হবে। মার্কেট নির্মাণের মধ্যবর্তী সময়ে নিউমার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ীদের পার্শ্ববর্তী দারুচিনি প্লাজায় সাময়িকভাবে স্থানান্তর করা হবে। মার্কেটের নির্মাণকাজ শেষ হলে তারা পুনরায় নিউমার্কেটে ফিরবেন।
সভায় বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুন্নবী লুলু, সাধারণ সম্পাদক মুনজুর হোসেন চুমকু, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি বেলাল আহমেদ প্রমুখ।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২২ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে