রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত নেতা-কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান, সদস্য জাকির রেদোয়ান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নেতা নাহিদুজ্জামান ও শহীদ শামসুজ্জোহা হলের নেতা জাকির হোসেন। তাঁদের মধ্যে মারুফ হাসান ও জাকির রেদোয়ান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগ, কাইয়ুম মিয়া, সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাব্বিউল হাসান রূপক, ছাত্রলীগকর্মী আশরাফুল, তামিম, আকাশ, সোহাগ, সাদিক, সানি প্রমুখ। তাঁরা বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির এক দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করছিল শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। আজ বেলা সাড়ে ১১টার দিকে জিয়া পরিষদের কর্মসূচিতে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মোটরসাইকেলযোগে এসে তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। হামলার একপর্যায়ে ছাত্রদলের চারজনকে তুলে নিয়ে যান তাঁরা। পরে তাঁদের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে নিয়ে বেধড়ক মারধর করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘আমরা কর্মসূচিতে অংশ নিতে কয়েকজন নেতা-কর্মী মেইন গেটে অবস্থান করছিলাম। এ সময় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তারা আমাদের চার নেতা-কর্মীকে তুলে নিয়ে যায় এবং মারধর করে। পরে প্যারিস রোড থেকে আমরা পাল্টা আক্রমণ চালিয়ে নেতা-কর্মীদের উদ্ধার করি।’
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘বিএনপি-জামায়াতের ছাত্রসংগঠন কিছুদিন ধরে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে ক্যাম্পাসে আমরা অবস্থান নিয়েছি। আজ সকালেও ছাত্রদলের কিছ উচ্ছৃঙ্খল ক্যাডার বাহিনী ক্যাম্পাসে এসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছিল। এ সময় আমরা তাদের প্রতিহত করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিএনপিপন্থী একজন শিক্ষকের কাছ থেকে খবরটি জানতে পেরেছি। হামলার বিষয়টি ছাত্রলীগের নেতারা অস্বীকার করেছেন। তা ছাড়া ছাত্রদলের কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহত নেতা-কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান, সদস্য জাকির রেদোয়ান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নেতা নাহিদুজ্জামান ও শহীদ শামসুজ্জোহা হলের নেতা জাকির হোসেন। তাঁদের মধ্যে মারুফ হাসান ও জাকির রেদোয়ান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগ, কাইয়ুম মিয়া, সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাব্বিউল হাসান রূপক, ছাত্রলীগকর্মী আশরাফুল, তামিম, আকাশ, সোহাগ, সাদিক, সানি প্রমুখ। তাঁরা বর্তমান কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির এক দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করছিল শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। আজ বেলা সাড়ে ১১টার দিকে জিয়া পরিষদের কর্মসূচিতে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অবস্থান করছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় মোটরসাইকেলযোগে এসে তাঁদের ওপর হামলা চালায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। হামলার একপর্যায়ে ছাত্রদলের চারজনকে তুলে নিয়ে যান তাঁরা। পরে তাঁদের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে নিয়ে বেধড়ক মারধর করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘আমরা কর্মসূচিতে অংশ নিতে কয়েকজন নেতা-কর্মী মেইন গেটে অবস্থান করছিলাম। এ সময় ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সোহাগের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। রামদা, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তারা আমাদের চার নেতা-কর্মীকে তুলে নিয়ে যায় এবং মারধর করে। পরে প্যারিস রোড থেকে আমরা পাল্টা আক্রমণ চালিয়ে নেতা-কর্মীদের উদ্ধার করি।’
হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘বিএনপি-জামায়াতের ছাত্রসংগঠন কিছুদিন ধরে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তাদের প্রতিহত করতে ক্যাম্পাসে আমরা অবস্থান নিয়েছি। আজ সকালেও ছাত্রদলের কিছ উচ্ছৃঙ্খল ক্যাডার বাহিনী ক্যাম্পাসে এসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছিল। এ সময় আমরা তাদের প্রতিহত করেছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিএনপিপন্থী একজন শিক্ষকের কাছ থেকে খবরটি জানতে পেরেছি। হামলার বিষয়টি ছাত্রলীগের নেতারা অস্বীকার করেছেন। তা ছাড়া ছাত্রদলের কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে