Ajker Patrika

পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৫: ৩৪
পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

ট্রাকের চাপায় আহত রাজশাহীর পুঠিয়া বালিকা বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) মারা গেছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি পুঠিয়া পৌর সদরের কাঁঠালবাড়িয়া সিক্স বিল্ডিং এলাকায়।

গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া সদর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় তাঁকে একটি ট্রাক চাপা দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে গতকালই তাঁকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাই সৈয়দ আলী বলেন, ‘দুর্ঘটনার পরদিন আজ বেলা ১১টার দিকে আবদুস সাত্তার মারা যান। আর দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয় লোকজন আটক করে পুঠিয়া মোটর শ্রমিক অফিসে রেখে দিয়েছেন। তবে ঘটনার পর চালক-হেলপার পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পেলে তাঁর জানাজা হবে।’

এ নিয়ে পবা হাইওয়ে থানার (শিবপুর হাট) ওসি মোফাখ্খারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি আমাদের জানা নাই। আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। সবকিছু খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত