রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে ফলাফল ঘোষণার ৩ দিন পর ১ বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডর পাড় কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। কেন্দ্রটির একটি কক্ষে লুকিয়ে রাখা অবস্থায় বস্তাটি পাওয়া যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টায় পাড় কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়র শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের একটি কক্ষে লুকানো অবস্থায় একটি বস্তা দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকজনক খবর দেয়। বস্তা ভর্তি ব্যালট পেপার দেখতে পেয়ে জনতা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে উপস্থিত জনগণ অভিযোগ করেন এক বস্তা সিলমারা ব্যালট পেপার সরিয়ে রেখে মোরগ প্রতীকের এজেন্টদের কক্ষ থেকে বের করে দিয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মোরগ প্রতীকের প্রার্থী শহীদুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ভ্যানগাড়ি প্রতীকের প্রার্থী জহুরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ সময় বিষয়টি বুঝতে পেরে ওই ওয়ার্ডের শহীদুল ইসলাম উপজেলা রিটার্নিং অফিসার বরাবর পুনরায় ভাট গণনার লিখিত আবেদন করলেও তিনি এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি ওই ব্যালট গুলির বেশির ভাগ মোরগ প্রতীক ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী রেখা রানী দাসের তালগাছ প্রতীকের।
ঘটনার সত্যতা স্বীকার করে রায়গঞ্জ থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এব্যপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এখন অপর পক্ষ বা ব্যক্তি আদালতে মামলা করে এর প্রতিকার পেতে পারেন।
এ ব্যাপার কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জয়দেব কুমারের সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা করেও কথা বলা যায়নি।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ওই কেন্দ্রে ভাট গ্রহণ অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জে চান্দাইকোনা ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে ফলাফল ঘোষণার ৩ দিন পর ১ বস্তা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডর পাড় কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। কেন্দ্রটির একটি কক্ষে লুকিয়ে রাখা অবস্থায় বস্তাটি পাওয়া যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টায় পাড় কাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়র শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের একটি কক্ষে লুকানো অবস্থায় একটি বস্তা দেখতে পেয়ে পার্শ্ববর্তী লোকজনক খবর দেয়। বস্তা ভর্তি ব্যালট পেপার দেখতে পেয়ে জনতা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে উপস্থিত জনগণ অভিযোগ করেন এক বস্তা সিলমারা ব্যালট পেপার সরিয়ে রেখে মোরগ প্রতীকের এজেন্টদের কক্ষ থেকে বের করে দিয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মোরগ প্রতীকের প্রার্থী শহীদুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ভ্যানগাড়ি প্রতীকের প্রার্থী জহুরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ সময় বিষয়টি বুঝতে পেরে ওই ওয়ার্ডের শহীদুল ইসলাম উপজেলা রিটার্নিং অফিসার বরাবর পুনরায় ভাট গণনার লিখিত আবেদন করলেও তিনি এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি ওই ব্যালট গুলির বেশির ভাগ মোরগ প্রতীক ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী রেখা রানী দাসের তালগাছ প্রতীকের।
ঘটনার সত্যতা স্বীকার করে রায়গঞ্জ থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
এব্যপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এখন অপর পক্ষ বা ব্যক্তি আদালতে মামলা করে এর প্রতিকার পেতে পারেন।
এ ব্যাপার কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জয়দেব কুমারের সঙ্গে একাধিকবার ফোনে চেষ্টা করেও কথা বলা যায়নি।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ওই কেন্দ্রে ভাট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে