Ajker Patrika

বগুড়ায় সড়কে ঝরল দুই প্রাণ

প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২১, ১০: ০৭
বগুড়ায় সড়কে ঝরল দুই প্রাণ

শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মহাস্থানের হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেনজির বলেন, শিবগঞ্জের মহাস্থানগড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের হাতীবান্ধায় রংপুরগামী আহসান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ ও একজন নারী নিহত ও চারজন আহত হয়েছেন। 
 
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...