নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কারণে এই সরকারের ভিত নড়ে গেছে। তাই হয়রানি, রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে।’
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।’
মিনু অভিযোগ করেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বলে ফেলেন। এ পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাঁকে আটক করে রিমান্ডে নিয়েছে।’
রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ প্রমুখ।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি পদযাত্রা বের করেন। ভুবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পদযাত্রা শেষ হয়।

বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কারণে এই সরকারের ভিত নড়ে গেছে। তাই হয়রানি, রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে।’
আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে বিএনপির পদযাত্রার আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, ‘দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।’
মিনু অভিযোগ করেন, ‘বিএনপির আন্দোলনে ভীত হয়ে নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বলে ফেলেন। এ পরিপ্রেক্ষিতে দেশব্যাপী তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাঁকে আটক করে রিমান্ডে নিয়েছে।’
রাজশাহীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ প্রমুখ।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক সমাবেশ সঞ্চালনা করেন। সমাবেশ শেষে নেতা-কর্মীরা একটি পদযাত্রা বের করেন। ভুবনমোহন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে পদযাত্রা শেষ হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৭ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে