পাবনা প্রতিনিধি

সম্পদ অর্জনের তথ্য গোপন করাসহ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনের (৫৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি করেন উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন।
অভিযুক্ত সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তর ভাসানী রোড মহল্লার বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ২৩ অক্টোবর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।
সম্পদ বিবরণী যাচাইকালে অনুসন্ধান কর্মকর্তা জানতে পারেন হেলাল উদ্দিন তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৭৪ হাজার ৫০২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ৪২ লাখ ৯৪ হাজার ৭৪৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মাধ্যমে হেলাল উদ্দিন দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুদক পাবনার উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধান প্রতিবেদন দুদকের ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানোর পর গত ৩০ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহার অনুমোদন দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ দুদক পাবনা কার্যালয়ে মামলা করা হয়।

সম্পদ অর্জনের তথ্য গোপন করাসহ জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিনের (৫৫) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি করেন উপ-সহকারী পরিচালক মো. মনোয়ার হোসেন।
অভিযুক্ত সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তর ভাসানী রোড মহল্লার বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ২৩ অক্টোবর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।
সম্পদ বিবরণী যাচাইকালে অনুসন্ধান কর্মকর্তা জানতে পারেন হেলাল উদ্দিন তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৭৪ হাজার ৫০২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ৪২ লাখ ৯৪ হাজার ৭৪৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মাধ্যমে হেলাল উদ্দিন দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে দুদক পাবনার উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অনুসন্ধান প্রতিবেদন দুদকের ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানোর পর গত ৩০ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহার অনুমোদন দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ দুদক পাবনা কার্যালয়ে মামলা করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৬ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২৮ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৮ মিনিট আগে