প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন ছিল করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে মারা যান তাঁরা।
আজ সকালে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর তিনজন ও নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরও পাঁচজন এবং নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে উপসর্গে মারা গেছেন। মোট ১২ জনের মধ্যে পাঁচজনই মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। দুজনের মৃত্যু হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ২৯ / ৩০,২২, ২৫,৩ ও ১৭ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। মৃত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ ও একজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব তিনজন পুরুষ ও একজন নারী মারা গেছেন।
চলতি জুন মাসেই রামেক হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে। হাসপাতালের হিসেবে এর আগে গত ১ জুন (সকাল ৮টার আগের ২৪ ঘণ্টা পর্যন্ত) সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ ও ৯ জুন আটজন করে; ১০ জুন আটজন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ ও ১৫ জুন ১২ জন করে; ১৬ জুন ১৩ জন, ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন করে; ২০,২১ ও ২২ জুন ১৩ জন করে, ২৩ জুন ১৬ জন, ২৪ জুন ১৮ জন, ২৫ জুন ১৪ জন, ২৬ জুন ১৭ জন, ২৭ জুন ১০,২৮ জুন ১৪ জন এবং ২৯ জুন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫ টি। আজ সকালে মোট রোগী ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ জন। ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮ জন, নাটোর থেকে ৪ জন, নওগাঁ থেকে ৬ জন এবং পাবনা থেকে ২ জন করে রোগী ভর্তি হয়েছেন।
আজ সকাল পর্যন্ত হাসপাতালে রাজশাহীর ৩০০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৫০ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার চারজন এবং চুয়াডাঙ্গা, মেহেরপুর ও দিনাজপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৯৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ২১৮ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ছিলেন ৪৯ জন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে চলমান বিধিনিষেধের মধ্যেই গত ১১ জুন থেকে রাজশাহীতে দেওয়া হয়েছে সর্বাত্মক লকডাউন। সাত দিন করে তিন দফা এর মেয়াদ বাড়িয়ে আজ মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৩২ দশমিক ৬ শতাংশ। এর আগে গত সোমবার হার ছিল ৩৬ দশমিক ৯২ শতাংশ।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন ছিল করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে মারা যান তাঁরা।
আজ সকালে হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর তিনজন ও নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জের একজন করে রোগী করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরও পাঁচজন এবং নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে উপসর্গে মারা গেছেন। মোট ১২ জনের মধ্যে পাঁচজনই মারা গেছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। দুজনের মৃত্যু হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ২৯ / ৩০,২২, ২৫,৩ ও ১৭ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। মৃত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে ৩১-৪০ বছরের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে একজন পুরুষ ও একজন নারী; ৫১-৬০ বছরের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী এবং ষাটোর্ধ্ব তিনজন পুরুষ ও একজন নারী মারা গেছেন।
চলতি জুন মাসেই রামেক হাসপাতালে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫২ জনে। হাসপাতালের হিসেবে এর আগে গত ১ জুন (সকাল ৮টার আগের ২৪ ঘণ্টা পর্যন্ত) সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন আটজন, ৬ জুন ছয়জন, ৭ জুন ১১ জন, ৮ ও ৯ জুন আটজন করে; ১০ জুন আটজন, ১১ জুন ১৫ জন, ১২ জুন চারজন, ১৩ জুন ১৩ জন, ১৪ ও ১৫ জুন ১২ জন করে; ১৬ জুন ১৩ জন, ১৭, ১৮ ও ১৯ জুন ১০ জন করে; ২০,২১ ও ২২ জুন ১৩ জন করে, ২৩ জুন ১৬ জন, ২৪ জুন ১৮ জন, ২৫ জুন ১৪ জন, ২৬ জুন ১৭ জন, ২৭ জুন ১০,২৮ জুন ১৪ জন এবং ২৯ জুন সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়।
রামেক হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫ টি। আজ সকালে মোট রোগী ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিট থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৫ জন। ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে রাজশাহী থেকে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮ জন, নাটোর থেকে ৪ জন, নওগাঁ থেকে ৬ জন এবং পাবনা থেকে ২ জন করে রোগী ভর্তি হয়েছেন।
আজ সকাল পর্যন্ত হাসপাতালে রাজশাহীর ৩০০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৫০ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার চারজন এবং চুয়াডাঙ্গা, মেহেরপুর ও দিনাজপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় ১৯৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। আর ২১৮ জন ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ছিলেন ৪৯ জন।
উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে চলমান বিধিনিষেধের মধ্যেই গত ১১ জুন থেকে রাজশাহীতে দেওয়া হয়েছে সর্বাত্মক লকডাউন। সাত দিন করে তিন দফা এর মেয়াদ বাড়িয়ে আজ মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহীর দুটি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ৩২ দশমিক ৬ শতাংশ। এর আগে গত সোমবার হার ছিল ৩৬ দশমিক ৯২ শতাংশ।

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী লরির সংঘর্ষে দুই চালকসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শুরুতে বিএনপির প্রভাবশালী নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্র থেকে। কিন্তু মনোনয়নপত্র জমার কয়েক দিন আগে একই আসনে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। আগের প্রার্থী বাতিলের বিষয় স্পষ্ট করা হয়নি কেন্দ্র থেকে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন দাস (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উত্তরের জেলা পঞ্চগড়ে এক সপ্তাহের বেশি সময় তাপমাত্রা কিছুটা বাড়তি থাকার পর বছরের প্রথম দিনেই হঠাৎ কমে গেছে। জেলায় তাপমাত্রা ফের এক অঙ্কের ঘরে নেমেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড...
২ ঘণ্টা আগে