প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে আলোকসজ্জা করেছেন চেয়ারম্যান। মাইকে উচ্চ শব্দে বাজিয়েছেন হিন্দি-বাংলা। ১৪ আগস্ট এমন কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস।
জানা যায়, নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে; নানা মন্তব্য করেন নেটিজেনরা। তাঁর এমন কর্মকাণ্ডে দলীয় নেতা–কর্মীরা বিব্রত ও উত্তেজিত হয়ে মুঠোফোনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায়। রাত ৮টার দিকে ইউএনও ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়।
তবে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, আমি আমার লোকজনদের শোক দিবস উপলক্ষে ইউনিয়নব্যাপি মাইকিং করতে বলে জরুরি কাজে বগুড়ায় গিয়েছিলাম। কিন্তু, তারা তা না করে ইউনিয়ন পরিষদ ভবনে আলোকসজ্জা করেছিল। পরে তা খুলে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক জানান, কোন আলোচনা ছাড়াই ইউপি চেয়ারম্যান ব্যক্তি উদ্যোগে এমন দুঃখ জনক ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, এমন ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, আমি বিষয়টি জানার পর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছি কোন প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদ ভবন আলোকসজ্জা করেছেন। উত্তরে চেয়ারম্যান আমাকে বলেছেন, ভুলবশত আমার লোকজন মাইকিং না করে লাইটিং করেছে। পরে দ্রুত সকল আলোকসজ্জা খুলে ফেলা হয়েছে।

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে আলোকসজ্জা করেছেন চেয়ারম্যান। মাইকে উচ্চ শব্দে বাজিয়েছেন হিন্দি-বাংলা। ১৪ আগস্ট এমন কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস।
জানা যায়, নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে; নানা মন্তব্য করেন নেটিজেনরা। তাঁর এমন কর্মকাণ্ডে দলীয় নেতা–কর্মীরা বিব্রত ও উত্তেজিত হয়ে মুঠোফোনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায়। রাত ৮টার দিকে ইউএনও ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়।
তবে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, আমি আমার লোকজনদের শোক দিবস উপলক্ষে ইউনিয়নব্যাপি মাইকিং করতে বলে জরুরি কাজে বগুড়ায় গিয়েছিলাম। কিন্তু, তারা তা না করে ইউনিয়ন পরিষদ ভবনে আলোকসজ্জা করেছিল। পরে তা খুলে নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক জানান, কোন আলোচনা ছাড়াই ইউপি চেয়ারম্যান ব্যক্তি উদ্যোগে এমন দুঃখ জনক ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, এমন ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, আমি বিষয়টি জানার পর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছি কোন প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদ ভবন আলোকসজ্জা করেছেন। উত্তরে চেয়ারম্যান আমাকে বলেছেন, ভুলবশত আমার লোকজন মাইকিং না করে লাইটিং করেছে। পরে দ্রুত সকল আলোকসজ্জা খুলে ফেলা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৬ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে