প্রতিনিধি, নাটোর

নাটোরের গুরুদাসপুরে বাকিতে বিক্রি করা ৩০ বস্তা চালের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির ৮ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
হামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপি কর্মী চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যান। অনেক দিন হলেও বাকি টাকা পরিশোধ করেননি আলমগীর।
৫ আগস্ট সরকার পতনের পর থেকে আলমগীরের কাছে পাওনা ৬০ হাজার টাকা চান রাকিব। এর জেরে গত বুধবার রাকিবকে মারধর করে আলমগীর ও তাঁর সহযোগীরা। এই ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার রাতে আলমগীর লোকজন নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে রাকিবকে কুপিয়ে আহত করেন। ঘটনাটি জানার পর রাকিবের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি কর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির ৮ জন আহত হয়।
আহতদেরকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।

নাটোরের গুরুদাসপুরে বাকিতে বিক্রি করা ৩০ বস্তা চালের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগ কর্মীদের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদসহ বিএনপির ৮ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁচকৈড় মধ্যপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।
হামলার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে গুরুদাসপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জোর করে বিএনপি কর্মী চাল ব্যবসায়ী রিজভী আহমেদ রাকিবের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যান। অনেক দিন হলেও বাকি টাকা পরিশোধ করেননি আলমগীর।
৫ আগস্ট সরকার পতনের পর থেকে আলমগীরের কাছে পাওনা ৬০ হাজার টাকা চান রাকিব। এর জেরে গত বুধবার রাকিবকে মারধর করে আলমগীর ও তাঁর সহযোগীরা। এই ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিব। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার রাতে আলমগীর লোকজন নিয়ে রাকিবের চালের আড়তে হামলা চালিয়ে রাকিবকে কুপিয়ে আহত করেন। ঘটনাটি জানার পর রাকিবের অনুসারী হিসেবে পরিচিত বিএনপি কর্মীরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বিএনপির ৮ জন আহত হয়।
আহতদেরকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সেখানে পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদের অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাঁকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর পরিচয় শনাক্ত হয়েছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায়।
২ ঘণ্টা আগে