লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন এলাকায়। লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের ৪০টি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্রায় ৪০ হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে এই খাতে প্রায় ৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের, বিশেষ করে রামগতির চর আবদুল্লাহ, চর রমিজ, পোড়াগাছা, চর আলেকজান্ডার, বড়খেরী, কমলনগরের পাটওয়ারীহাট, সাহেবেরহাট, চরকালকিনি, চরফলকন, সদরের চররমনী মোহন, চরমেঘা, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের প্রায় ৪০টি এলাকা প্লাবিত হয়েছে। বাড়িতে পানি ওঠায় জ্বলছে না চুলা। পাশাপাশি টিওবওয়েলগুলো ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফলে চরম দুর্ভোগে আছে বানবাসী মানুষ। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী জেলায় পানিবন্দী আছে প্রায় সাড়ে লাখ মানুষ।
এ ছাড়া পশুপালন নিয়ে দেখা দিয়েছে সংকট। পাশাপাশি ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার মেঘনা নদী তীররক্ষা বাঁধের কাজও ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে কাজ করা যাচ্ছে না।
বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, জেলায় প্রায় ৫৪ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে ৪০ হাজার পুকুরের ৯০ শতাংশ মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৫ হাজার ৩০০ হেক্টর মাছ চাষের জলাশয়। এতে মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন, যার পরিমাণ ৭০ থেকে ৮০ কোটি টাকা হতে পারে।
অন্যদিকে শরৎকালীন সবজি ও আমনের বীজতলাসহ প্রায় ১৫ হাজার হেক্টরে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে আরও ১০ কোটি টাকার বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সরকারিভাবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ইতিমধ্যে ৫৭৬ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা এবং তাদের পাশে দাঁড়াতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনসহ সবার সহযোগিতায় এই দুর্যোগ মোকাবিলা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত রয়েছে জেলার বিভিন্ন এলাকায়। লক্ষ্মীপুরের চারটি পৌরসভা ও পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের ৪০টি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও মেঘনার অস্বাভাবিক জোয়ারে প্রায় ৪০ হাজার পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে এই খাতে প্রায় ৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের, বিশেষ করে রামগতির চর আবদুল্লাহ, চর রমিজ, পোড়াগাছা, চর আলেকজান্ডার, বড়খেরী, কমলনগরের পাটওয়ারীহাট, সাহেবেরহাট, চরকালকিনি, চরফলকন, সদরের চররমনী মোহন, চরমেঘা, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের প্রায় ৪০টি এলাকা প্লাবিত হয়েছে। বাড়িতে পানি ওঠায় জ্বলছে না চুলা। পাশাপাশি টিওবওয়েলগুলো ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফলে চরম দুর্ভোগে আছে বানবাসী মানুষ। বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী জেলায় পানিবন্দী আছে প্রায় সাড়ে লাখ মানুষ।
এ ছাড়া পশুপালন নিয়ে দেখা দিয়েছে সংকট। পাশাপাশি ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ৩১ কিলোমিটার মেঘনা নদী তীররক্ষা বাঁধের কাজও ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে কাজ করা যাচ্ছে না।
বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, জেলায় প্রায় ৫৪ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে ৪০ হাজার পুকুরের ৯০ শতাংশ মাছ ভেসে গেছে। তলিয়ে গেছে ৫ হাজার ৩০০ হেক্টর মাছ চাষের জলাশয়। এতে মৎস্য চাষিরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন, যার পরিমাণ ৭০ থেকে ৮০ কোটি টাকা হতে পারে।
অন্যদিকে শরৎকালীন সবজি ও আমনের বীজতলাসহ প্রায় ১৫ হাজার হেক্টরে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে আরও ১০ কোটি টাকার বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সরকারিভাবে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দল ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ইতিমধ্যে ৫৭৬ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা এবং তাদের পাশে দাঁড়াতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনসহ সবার সহযোগিতায় এই দুর্যোগ মোকাবিলা করা হবে। প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে