রাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ করে ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্দোলনকারীরা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কক্ষে অভিযান চালান। এ সময় সভাপতির কক্ষ থেকে পিস্তল, রামদা ও বিদেশি মদ এবং সম্পাদকের কক্ষ থেকে বিপুলসংখ্যক ফেনসিডিল জব্দ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর ২৩০ নম্বর কক্ষে অভিযান চালান। তাঁর কক্ষ থেকে দুটি পিস্তল, দুটি রামদা ও পাঁচটি বিদেশি মদের বোতল দেখা যায়। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২২৮ নম্বর কক্ষে অন্তত ছয়টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত সেগুলো জব্দ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ সেখানে আসেননি।
সেগুলো উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, একজন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কক্ষে যদি ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়, তাহলে তো তিনি শুধু ফেনসিডিলই খান না, মনে হয় ব্যবসাও করেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে চায় অথচ তাদের রুম মাদকের আড্ডাখানা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আন্দোলনকারীরা প্রথম দফায় হামলার সময় আমার রুমে অস্ত্র রেখে গেছে। দ্বিতীয়বার হামলার সময় সেই অস্ত্র সাংবাদিকদের ডেকে দেখিয়েছে। এই অস্ত্রগুলো আমার নয়।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি হল প্রাধ্যক্ষ শায়খুল ইসলাম মামুন জিয়াদ।
সার্বিক বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হককে মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ করে ছাত্রলীগের কক্ষ ভাঙচুর করেছেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আন্দোলনকারীরা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের কক্ষে অভিযান চালান। এ সময় সভাপতির কক্ষ থেকে পিস্তল, রামদা ও বিদেশি মদ এবং সম্পাদকের কক্ষ থেকে বিপুলসংখ্যক ফেনসিডিল জব্দ করেছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালাচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা শাখা ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুর ২৩০ নম্বর কক্ষে অভিযান চালান। তাঁর কক্ষ থেকে দুটি পিস্তল, দুটি রামদা ও পাঁচটি বিদেশি মদের বোতল দেখা যায়। এ ছাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের ২২৮ নম্বর কক্ষে অন্তত ছয়টি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে।
তবে এখন পর্যন্ত সেগুলো জব্দ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কেউ সেখানে আসেননি।
সেগুলো উদ্ধারের পর নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, একজন ছাত্রলীগ সাধারণ সম্পাদকের কক্ষে যদি ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়, তাহলে তো তিনি শুধু ফেনসিডিলই খান না, মনে হয় ব্যবসাও করেন। তারা মাদকমুক্ত সমাজ গড়তে চায় অথচ তাদের রুম মাদকের আড্ডাখানা।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘আন্দোলনকারীরা প্রথম দফায় হামলার সময় আমার রুমে অস্ত্র রেখে গেছে। দ্বিতীয়বার হামলার সময় সেই অস্ত্র সাংবাদিকদের ডেকে দেখিয়েছে। এই অস্ত্রগুলো আমার নয়।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে কথা বলতে রাজি হননি হল প্রাধ্যক্ষ শায়খুল ইসলাম মামুন জিয়াদ।
সার্বিক বিষয়ে জানার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হককে মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে