Ajker Patrika

স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৫: ২০
স্ত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে সবুজ (২৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সবুজ উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের মানিক প্রামাণিকের ছেলে। 

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়িয়া গ্রামের বাবুল প্রামাণিকের মেয়ে লিমা খাতুনের সঙ্গে সবুজের ৭ বছর আগে বিয়ে হয়। সবুজ মাঝেমধ্যে লিমাকে বিভিন্নভাবে অত্যাচার ও মারপিট করতেন। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি লিমা খাতুন স্বামীকে সঙ্গে নিয়ে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। ১৬ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়িতে ফিরে যান। ওই দিন রাতে লিমার ওপর অত্যাচার শুরু করেন স্বামী সবুজ। পরে লিমাকে মারপিট করে শ্বাসরোধে হত্যা করেন সবুজ। 

এ ঘটনায় নিহত লিমা খাতুনের বাবা বকুল প্রামাণিক বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ সবুজকে গ্রেপ্তার করে। আসামি সবুজ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য ১৩ জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত