
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘রাজনীতি থেকে পরিবারতন্ত্র ধ্বংস করে ফেলতে হবে। এই পরিবারতান্ত্রিক রাজনীতি আর চাই না। শেখ হাসিনা তার বোনের মেয়ে টিউলিপের মাধ্যমে ৫০০ কোটি টাকা পাচার করেছে। আমরা এ রকম শাসক আর চাই না। এখন নতুন করে নতুন বাংলাদেশ গড়তে চাই।’
আজ সোমবার বগুড়ার শিবগঞ্জে শহীদ মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য নয়, ভাত, কাপড় ও গণতন্ত্রের অধিকারের আন্দোলন। শেখ হাসিনা চোরের মতো দেশ থেকে পালিয়েছেন। অবৈধ ক্ষমতা ও দাপট কোনো দিনও টেকে না, আমরা দখলদারীর বাংলাদেশ চাই না, আবু সাঈদরা দেশকে পাল্টে দিয়েছে। যারা দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে।’
উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ কাওছার, কেন্দ্রীয় নেতা আবু তালেব দেওয়ান, উপজেলা নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক এনামুল হক, কার্যকারী সদস্য সাইদুর রহমান সাগর, সৈকত আমিন বিদ্যুৎ প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা সদস্যসচিব আব্দুল বাছেদ বাদশা।
সমাবেশ শেষে মাহমুদুর রহমান মান্না উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিকশাচালক রনি প্রাং ও শিক্ষক সেলিম রেজার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে