পাবনা প্রতিনিধি

অটোরিকশার সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসের সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের চাপে ক্ষতিপূরণ দিতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরে সড়ক অবরোধ করেছেন।
গতকাল সোমবারের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আব্দুল হামিদ সড়ক আটকে রাখেন তাঁরা। শহরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা সরে যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস যাওয়ার সময় ধাক্কা লেগে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সড়কের পাশে অবস্থিত পান্তুয়া সুইটসের ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকিসহ আশপাশের লোকজন বিশ্ববিদ্যালয়ের বাস আটকে অটোরিকশার ক্ষতিপূরণ হিসাবে কিছু টাকা আদায় করেন। তখন উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস শহর দিয়ে যাওয়ার সময় আগের দিনের ঘটনার প্রতিবাদে ওই মিষ্টির দোকানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা ঘটনার বিচার দাবি করেন। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহরের প্রধান সড়ক দিয়ে বাস যাতায়াতে আশপাশের দোকানদার ও অটোরিকশাচালকেরা বিভিন্ন সময় ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে। পান্তুয়া সুইটসের ম্যানেজার বিশ্ববিদ্যালয়ের বাস আটকিয়ে খারাপ আচরণ করেছেন। শিক্ষার্থীদের নিয়ে খারাপ মন্তব্য করেছেন। তাঁর বিচার দাবি করেন তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনাস্থলে যান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধা বালা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু।
তাঁরা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের মধ্যস্থতায় ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তখন যান চলাচল স্বাভাবিক হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘আগের দিনের তুচ্ছ ঘটনায় আজকে (মঙ্গলবার) শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এবং পান্তুয়ার ম্যানেজারসহ কর্মচারীদের মারধর করেন। আমরা আপাতত বিষয়টি সমাধান করেছি এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস শহরের প্রাণকেন্দ্র দিয়ে যাতায়াত করায় মাঝেমধ্যেই এই সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করেছি। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন বসে আলোচনার মাধ্যমে বাস চলাচলের বিকল্প পথ খুঁজে বের করা যায় কি না সেই চেষ্টা করা হবে।’
এদিকে ঘটনার পর ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকিকে বরখাস্ত করেছেন পান্তুয়া সুইটসের স্বত্বাধিকারী মাহমুদুন নবী। তিনি বলেন, ‘আমার দোকানের কর্মচারী হয়ে তিনি কেন বাইরের বিষয় নিয়ে কথা বলতে যাবেন। সেটা তো তাঁর দায়িত্ব ছিল না। এতে আমার দোকানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি তাঁকে বরখাস্ত করেছি।’
উল্লেখ্য, পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের ফুটপাত দখল হয়ে যাওয়ায় কমে গেছে সড়কের আয়তন। দিনের বেলায় এই সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন কোম্পানির অন্তত ২০টি বাস চলাচল করে। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

অটোরিকশার সঙ্গে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসের সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের চাপে ক্ষতিপূরণ দিতে বাধ্য হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা শহরে সড়ক অবরোধ করেছেন।
গতকাল সোমবারের ঘটনায় আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আব্দুল হামিদ সড়ক আটকে রাখেন তাঁরা। শহরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তাঁরা সরে যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাস যাওয়ার সময় ধাক্কা লেগে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সড়কের পাশে অবস্থিত পান্তুয়া সুইটসের ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকিসহ আশপাশের লোকজন বিশ্ববিদ্যালয়ের বাস আটকে অটোরিকশার ক্ষতিপূরণ হিসাবে কিছু টাকা আদায় করেন। তখন উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস শহর দিয়ে যাওয়ার সময় আগের দিনের ঘটনার প্রতিবাদে ওই মিষ্টির দোকানের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা ঘটনার বিচার দাবি করেন। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে আধা ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহরের প্রধান সড়ক দিয়ে বাস যাতায়াতে আশপাশের দোকানদার ও অটোরিকশাচালকেরা বিভিন্ন সময় ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে। পান্তুয়া সুইটসের ম্যানেজার বিশ্ববিদ্যালয়ের বাস আটকিয়ে খারাপ আচরণ করেছেন। শিক্ষার্থীদের নিয়ে খারাপ মন্তব্য করেছেন। তাঁর বিচার দাবি করেন তাঁরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনাস্থলে যান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধা বালা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু।
তাঁরা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের মধ্যস্থতায় ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকি শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তখন যান চলাচল স্বাভাবিক হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘আগের দিনের তুচ্ছ ঘটনায় আজকে (মঙ্গলবার) শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এবং পান্তুয়ার ম্যানেজারসহ কর্মচারীদের মারধর করেন। আমরা আপাতত বিষয়টি সমাধান করেছি এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বাস শহরের প্রাণকেন্দ্র দিয়ে যাতায়াত করায় মাঝেমধ্যেই এই সমস্যা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বসব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা শিক্ষার্থী ও পান্তুয়া সুইটস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করেছি। বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন বসে আলোচনার মাধ্যমে বাস চলাচলের বিকল্প পথ খুঁজে বের করা যায় কি না সেই চেষ্টা করা হবে।’
এদিকে ঘটনার পর ম্যানেজার নাজির উদ্দিন জ্যাকিকে বরখাস্ত করেছেন পান্তুয়া সুইটসের স্বত্বাধিকারী মাহমুদুন নবী। তিনি বলেন, ‘আমার দোকানের কর্মচারী হয়ে তিনি কেন বাইরের বিষয় নিয়ে কথা বলতে যাবেন। সেটা তো তাঁর দায়িত্ব ছিল না। এতে আমার দোকানের সুনাম ক্ষুণ্ন হয়েছে। আমি তাঁকে বরখাস্ত করেছি।’
উল্লেখ্য, পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ সড়কের ফুটপাত দখল হয়ে যাওয়ায় কমে গেছে সড়কের আয়তন। দিনের বেলায় এই সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন কোম্পানির অন্তত ২০টি বাস চলাচল করে। এতে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে