শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

নির্মাণের ২০ বছর পর চালু হতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল। আজ শনিবার হাসপাতালটি চালু করার লক্ষ্যে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং ডা. মো. সারোয়ার বারী।
পরিদর্শনকালে তাঁরা জীর্ণশীর্ণ হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সংক্ষিপ্ত বক্তব্যে স্বাস্থ্যসচিব সাইদুর রহমান বলেন, ‘আমরা সরকারি কাজের অংশ হিসেবে আজ ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল পরিদর্শন করলাম। হাসপাতালটি চালু করার পর জনগণ যেন সঠিক সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের দুই সচিবের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ বলেন, ‘হাসপাতালটি চালু করতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। গ্রামবাসী মানববন্ধনও করেছে। সচিবেরা এসে পরিদর্শন করায় আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।’
জানা গেছে, ২০০৫ সালে শিবগঞ্জ বন্দর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ২০ শয্যার আলিয়ারহাট হাসপাতাল নির্মিত হয়। যার ব্যয় হয়েছিল ৪ কোটি ৩২ লাখ টাকা। হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও স্থাপন করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল নির্মাণের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর কোনো কার্যক্রম চালু হয়নি। এ নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সেবা চালু হয়নি।

নির্মাণের ২০ বছর পর চালু হতে যাচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল। আজ শনিবার হাসপাতালটি চালু করার লক্ষ্যে পরিদর্শনে আসেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এবং ডা. মো. সারোয়ার বারী।
পরিদর্শনকালে তাঁরা জীর্ণশীর্ণ হাসপাতালটির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সংক্ষিপ্ত বক্তব্যে স্বাস্থ্যসচিব সাইদুর রহমান বলেন, ‘আমরা সরকারি কাজের অংশ হিসেবে আজ ২০ শয্যাবিশিষ্ট আলিয়ারহাট হাসপাতাল পরিদর্শন করলাম। হাসপাতালটি চালু করার পর জনগণ যেন সঠিক সেবা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের দুই সচিবের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ বলেন, ‘হাসপাতালটি চালু করতে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। গ্রামবাসী মানববন্ধনও করেছে। সচিবেরা এসে পরিদর্শন করায় আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।’
জানা গেছে, ২০০৫ সালে শিবগঞ্জ বন্দর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ২০ শয্যার আলিয়ারহাট হাসপাতাল নির্মিত হয়। যার ব্যয় হয়েছিল ৪ কোটি ৩২ লাখ টাকা। হাসপাতালটিতে আধুনিক অপারেশন থিয়েটারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও স্থাপন করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল নির্মাণের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর কোনো কার্যক্রম চালু হয়নি। এ নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও সেবা চালু হয়নি।

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৮ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
২১ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
৩৫ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৪১ মিনিট আগে