রাজশাহীর ডিসিকে আট দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
Thumbnail image
রাজশাহীর ডিসিকে ক্যাবের স্মারকলিপি। ছবি: আজকের পত্রিকা

অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আট দফা দাবিতে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারকে স্মারকলিপি দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্যাবের জেলা কমিটির সদস্যরা ডিসির কার্যালয়ে গিয়ে তাঁকে এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজারে অভিযান বৃদ্ধি করা, টিসিবির ট্রাক সেল বাড়ানো, টিসিবির কার্ড বাড়ানো, ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে নজরদারি করা, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করা এবং খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধের দাবি জানানো হয়।

স্মারকলিপি দেওয়ার সময় ক্যাবের রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ হেমব্রম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি অম্লান অনিরূদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত