নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী জহিরুল হক রুবেল ওরফে শুটার রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সল তারেক শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে সন্ত্রাসী রুবেলকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, রুবেলকে র্যাব গ্রেপ্তার করে কুমিল্লা থেকে রাজশাহী আনে গতকাল শনিবার গভীর রাতে। রাতে র্যাবের হেফাজতেই রাখা হয়। সেখান থেকে সকালে তাঁকে বোয়ালিয়া থানা-পুলিশে হস্তান্তর করা হয়। এরপর ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা।
ওসি আরও বলেন, রুবেলের বিরুদ্ধে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা রয়েছে। এ ছাড়া আরও দুটি মামলার আসামি তিনি। তাঁকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করে। রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে গুলি বর্ষণ করেন তিনি। রুবেলের বাড়ি নগরীর চণ্ডীপুর এলাকায়। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের লিটনের ডানহাত হিসেবে পরিচিত।
রাজশাহী নগরে ছাত্র আন্দোলন দমনে শীর্ষ সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের এক ডজন নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ে। তাতে দুই শিক্ষার্থী নিহত হন। এ ছাড়া রুবেল আরও একটি হত্যা মামলার আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে।

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী জহিরুল হক রুবেল ওরফে শুটার রুবেলকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সল তারেক শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে সন্ত্রাসী রুবেলকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, রুবেলকে র্যাব গ্রেপ্তার করে কুমিল্লা থেকে রাজশাহী আনে গতকাল শনিবার গভীর রাতে। রাতে র্যাবের হেফাজতেই রাখা হয়। সেখান থেকে সকালে তাঁকে বোয়ালিয়া থানা-পুলিশে হস্তান্তর করা হয়। এরপর ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা।
ওসি আরও বলেন, রুবেলের বিরুদ্ধে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা রয়েছে। এ ছাড়া আরও দুটি মামলার আসামি তিনি। তাঁকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র্যাব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করে। রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে জোড়া পিস্তল নিয়ে গুলি বর্ষণ করেন তিনি। রুবেলের বাড়ি নগরীর চণ্ডীপুর এলাকায়। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের লিটনের ডানহাত হিসেবে পরিচিত।
রাজশাহী নগরে ছাত্র আন্দোলন দমনে শীর্ষ সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের এক ডজন নেতা-কর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ে। তাতে দুই শিক্ষার্থী নিহত হন। এ ছাড়া রুবেল আরও একটি হত্যা মামলার আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে