ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে ১২ ঘণ্টায় ২৩টি ট্রেনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ জন যাত্রীর কাছ থেকে ৪ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার ভাড়া ও জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পাকশী রেল বিভাগের ঈশ্বরদী, রাজবাড়ী, খুলনা, শান্তাহার, পার্বতীপুর ও রাজশাহীর ট্রাফিক ইন্সপেক্টর ও টিটিইদের সঙ্গে নিয়ে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান শুরু হয় পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে।
পাকশীর বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নুরু আলম আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রাবিরতি ও চলন্ত ট্রেনে অভিযান চালানো হয়।
রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নুর আলমসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যগণ।
সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম বলেন, ‘যাত্রীসেবার মান ও রেলের আয় বাড়াতে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের কাছে ভাড়া বাবদ ২ লাখ ৮৮ হাজার ৫১০ টাকা এবং তাদের জরিমানা বাবদ ১ লাখ ৪৫ হাজার ২১০ টাকা আদায় করা হয়। ট্রেনে ভবঘুরেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

পাবনার ঈশ্বরদীতে ১২ ঘণ্টায় ২৩টি ট্রেনে অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৮ জন যাত্রীর কাছ থেকে ৪ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার ভাড়া ও জরিমানা আদায় করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। পাকশী রেল বিভাগের ঈশ্বরদী, রাজবাড়ী, খুলনা, শান্তাহার, পার্বতীপুর ও রাজশাহীর ট্রাফিক ইন্সপেক্টর ও টিটিইদের সঙ্গে নিয়ে ব্লক চেকিং চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়। অভিযান শুরু হয় পাবনার ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে।
পাকশীর বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নুরু আলম আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রাবিরতি ও চলন্ত ট্রেনে অভিযান চালানো হয়।
রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযানে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নুর আলমসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ সদস্যগণ।
সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম বলেন, ‘যাত্রীসেবার মান ও রেলের আয় বাড়াতে পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের কাছে ভাড়া বাবদ ২ লাখ ৮৮ হাজার ৫১০ টাকা এবং তাদের জরিমানা বাবদ ১ লাখ ৪৫ হাজার ২১০ টাকা আদায় করা হয়। ট্রেনে ভবঘুরেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।’

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় ঝুমা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শহরের ট্রমা অ্যান্ড জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পর আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে গৃহবধূর লাশ নেওয়া হয় ভৈরব থানায়। থানায় লাশ রেখেই বিকেলে ৪ লাখ টাকায় রফাদফা হয়েছে বলে জানান রোগীর স্বজন রাশেদ মিয়া।
৭ মিনিট আগে
কুমিল্লার হোমনায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়ির প্রয়াত সানু দাসের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতেরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপা ও ২০ হাজার টাকা লুটে নিয়েছে।
১২ মিনিট আগে
সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। গতকাল শুক্রবার বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাঁদের অপহরণ করা হয়। শনিবার (৩ জানুয়ারি) রাতে বিষয়টি জানাজানি হয়।
১৬ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে