প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ভিড় করছে। যার কারণে সাধারণ রোগীর চিকিৎসা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। রোগী দেখার সময় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারদের রুমে ঢুকে অনেক সময় নেয়। আর এদিকে অসহায় রোগী ও তাদের স্বজনরা বাইরে দাঁড়িয়ে থাকেন সিরিয়ালের জন্য।
সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে রোগীদের কাছ থেকে ডাক্তারি ব্যবস্থাপত্র তাদের কোম্পানির ওষুধ লিখেছে কিনা তা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে কোম্পানির লোকেরা। উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাজমুল বারীর চেম্বারের সামনে এমন চিত্র দেখা যায়। রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় অনেক বেশি। হাসপাতালের করিডোর, কর্তব্যরত চিকিৎসকের চেম্বারের সামনে ও গেটের সামনে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা জটলা বেঁধে আছে।
বেশির ভাগ কর্তব্যরত চিকিৎসকদের চেম্বার বিক্রয় প্রতিনিধি দখলে থাকায় চিকিৎসা সেবা প্রত্যাশী সাধারণ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষার বিড়ম্বনায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন রোগী। তাঁরা এর প্রতিকার প্রত্যাশা করেন।
এ বিষয়ে উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আর এম ও ডা. ফিরোজ তালুকদার বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এর আগেও লিখিত নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কেন মানছে না বুঝতে পারছি না। বিষয়টা আবারও লিখিত ভাবো জানানো হবে।
ডা. ফিরোজ তালুকদার আরও বলেন, সরকারি সময় সূচি অনুযায়ী ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডাক্তারের চেম্বার ভিজিট করতে পারে না। তারপরও কেন তারা রোগী দেখার সময় এ আচরণ করছেন এ বিষয়ে তাদেরকে ডেকে সতর্ক করে দেওয়া হবে।
ডা. নাজমুল বারী এ বিষয়ে বলেন তাঁদের আবারও সতর্ক কওরে দেওয়া হবে। তাঁর চেম্বারে এমন ভিড় হবে না বলেও জানিয়েছেন তিনি।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ভিড় করছে। যার কারণে সাধারণ রোগীর চিকিৎসা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। রোগী দেখার সময় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারদের রুমে ঢুকে অনেক সময় নেয়। আর এদিকে অসহায় রোগী ও তাদের স্বজনরা বাইরে দাঁড়িয়ে থাকেন সিরিয়ালের জন্য।
সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে রোগীদের কাছ থেকে ডাক্তারি ব্যবস্থাপত্র তাদের কোম্পানির ওষুধ লিখেছে কিনা তা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে কোম্পানির লোকেরা। উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাজমুল বারীর চেম্বারের সামনে এমন চিত্র দেখা যায়। রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় অনেক বেশি। হাসপাতালের করিডোর, কর্তব্যরত চিকিৎসকের চেম্বারের সামনে ও গেটের সামনে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা জটলা বেঁধে আছে।
বেশির ভাগ কর্তব্যরত চিকিৎসকদের চেম্বার বিক্রয় প্রতিনিধি দখলে থাকায় চিকিৎসা সেবা প্রত্যাশী সাধারণ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষার বিড়ম্বনায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন রোগী। তাঁরা এর প্রতিকার প্রত্যাশা করেন।
এ বিষয়ে উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আর এম ও ডা. ফিরোজ তালুকদার বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এর আগেও লিখিত নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কেন মানছে না বুঝতে পারছি না। বিষয়টা আবারও লিখিত ভাবো জানানো হবে।
ডা. ফিরোজ তালুকদার আরও বলেন, সরকারি সময় সূচি অনুযায়ী ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডাক্তারের চেম্বার ভিজিট করতে পারে না। তারপরও কেন তারা রোগী দেখার সময় এ আচরণ করছেন এ বিষয়ে তাদেরকে ডেকে সতর্ক করে দেওয়া হবে।
ডা. নাজমুল বারী এ বিষয়ে বলেন তাঁদের আবারও সতর্ক কওরে দেওয়া হবে। তাঁর চেম্বারে এমন ভিড় হবে না বলেও জানিয়েছেন তিনি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে