সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া অটোরিকশার স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে থানা গেটের সামনে বিএনপির নেতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার জন্য জামায়াতের কর্মীদের দায়ী করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপির নেতা আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে গেলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করেন।
উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন কুমার আমিন বলেন, ‘উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ডের ইজারা পেয়েছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা ইজারা তুলতে এসে উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। আজাদ হোসেন মোটর মালিক সমিতির কার্যালয়ে নিয়মিত যাতায়াত করেন। এ নিয়ে আজাদের পক্ষের লোকজনের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করলে আজাদ গুরুতর আহত হন।’

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, ‘এ বছর জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জামায়াতের নেতা-কর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপির নেতা আজাদ হোসেনের লোকজন বাধা দেন। আজ শুক্রবারও বাধা দিলে আজাদের ওপর হামলার ঘটনা ঘটে।’
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক নিয়ামুল হক বলেন, সিএনজিস্ট্যান্ডের ইজারা নিয়ে বিএনপির নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া থেকে ঢাকায় নেওয়া হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া অটোরিকশার স্ট্যান্ডের ইজারার টাকা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে থানা গেটের সামনে বিএনপির নেতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার জন্য জামায়াতের কর্মীদের দায়ী করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে বিএনপির নেতা আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানা গেটের সামনে গেলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করেন।
উল্লাপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নিক্সন কুমার আমিন বলেন, ‘উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ডের ইজারা পেয়েছেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতা-কর্মীরা ইজারা তুলতে এসে উল্লাপাড়া মোটর মালিক সমিতির অফিসের কক্ষ থেকে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি নামিয়ে ফেলতে বলেন। আজাদ হোসেন মোটর মালিক সমিতির কার্যালয়ে নিয়মিত যাতায়াত করেন। এ নিয়ে আজাদের পক্ষের লোকজনের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জেরে আজ শুক্রবার উপজেলা মসজিদে জুমার নামাজ পড়ে আজাদ হোসেন উল্লাপাড়া মডেল থানার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে এলোপাতাড়ি মারধর করলে আজাদ গুরুতর আহত হন।’

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী জহুরুল ইসলাম পিনু বলেন, ‘এ বছর জামায়াতের পক্ষ থেকে উল্লাপাড়া পৌর এলাকায় সিএনজিস্ট্যান্ড ইজারা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জামায়াতের নেতা-কর্মীরা ইজারার টাকা তুলতে গেলে বিএনপির নেতা আজাদ হোসেনের লোকজন বাধা দেন। আজ শুক্রবারও বাধা দিলে আজাদের ওপর হামলার ঘটনা ঘটে।’
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক নিয়ামুল হক বলেন, সিএনজিস্ট্যান্ডের ইজারা নিয়ে বিএনপির নেতা আজাদের ওপর হামলার ঘটনা ঘটে। আহত আজাদকে বগুড়া থেকে ঢাকায় নেওয়া হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে