Ajker Patrika

মান্দায় আগুনে পুড়ল ২ দোকান, দগ্ধ বৃদ্ধ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দায় আগুনে পুড়ল ২ দোকান, দগ্ধ বৃদ্ধ

নওগাঁর মান্দায় আগুনে দুই দোকান পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়েছেন সেকেন্দার আলী (৬০) নামের এক বৃদ্ধ। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ সোমবার দুপুরে উপজেলার ফেরিঘাট সেতুর পূর্বপাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। 

দগ্ধ সেকেন্দার আলী মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—উপজেলার ভালাইন ইউনিয়নের মনোহরপুর গ্রামের প্রসোনজিৎ ম-ল ও দক্ষিণ লক্ষ্মিপুর গ্রামে সাগর হোসেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে সাগর হোসেনের তেলের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের ভেতরে থাকা পেট্রল ও অকটেনের কন্টেইনারে আগুন ধরে বিস্ফোরিত হয়। মুহূর্তে আগুন পাশের ভেটেরিনারি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে দোকানমালিক সাগর হোসেনের বাবা সেকেন্দার আলী দগ্ধ হন। 

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দুই দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে ভিসা বন্ড, নতুন মার্কিন নিয়ম

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত