গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ‘ডাইরেক্ট স্পোর্টস অ্যান্ড লেজারওয়্যার (বিডি) লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে তাঁরা বকেয়া পাওনা ও কারখানা পুনরায় চালুর দাবিতে অবস্থান নেন।
গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন কামারগাঁও (করমতলা) এলাকায় অবস্থিত বিজিএমইএ সদস্যভুক্ত এই কারখানায় প্রায় ২০০ জন শ্রমিক কর্মরত আছেন। এখানে মূলত বিভিন্ন ধরনের খেলার পোশাক তৈরি করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত কয়েক মাস ধরে কোনো নোটিশ ছাড়াই প্রতি মাসে ৩-৪ জন করে শ্রমিক ছাঁটাই করা হচ্ছিল। এ নিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। সবশেষ তিন দিন আগে আরও তিনজনকে ছাঁটাই করা হলে শ্রমিকেরা মালিকপক্ষের সঙ্গে আলোচনার দাবি জানান। ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ মালিকের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলেও সকালে এসে তাঁরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধ হলেও তাঁদের আইনগত পাওনাদি দ্রুত পরিশোধ করতে হবে।
কারখানার প্রধান ফটকে টাঙানো নোটিশে উল্লেখ করা হয়, ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শ্রমিকদের একাংশ অবৈধভাবে কাজ বন্ধ রেখে কারখানার ভেতর বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বারবার অনুরোধ সত্ত্বেও শ্রমিকেরা কাজে না ফিরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কারখানা খোলার তারিখ জানানো হবে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (গাজীপুর সদর জোন) ফারুকুল আলম জানান, শ্রমিকেরা ছাঁটাই বন্ধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষের দাবি, তারা অর্থনৈতিক সংকটের কারণে ভর্তুকি দিয়ে কারখানা চালাচ্ছিল, কিন্তু বর্তমান শ্রমিক অসন্তোষের কারণে তারা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ‘ডাইরেক্ট স্পোর্টস অ্যান্ড লেজারওয়্যার (বিডি) লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। পরে তাঁরা বকেয়া পাওনা ও কারখানা পুনরায় চালুর দাবিতে অবস্থান নেন।
গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন কামারগাঁও (করমতলা) এলাকায় অবস্থিত বিজিএমইএ সদস্যভুক্ত এই কারখানায় প্রায় ২০০ জন শ্রমিক কর্মরত আছেন। এখানে মূলত বিভিন্ন ধরনের খেলার পোশাক তৈরি করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত কয়েক মাস ধরে কোনো নোটিশ ছাড়াই প্রতি মাসে ৩-৪ জন করে শ্রমিক ছাঁটাই করা হচ্ছিল। এ নিয়ে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছিল। সবশেষ তিন দিন আগে আরও তিনজনকে ছাঁটাই করা হলে শ্রমিকেরা মালিকপক্ষের সঙ্গে আলোচনার দাবি জানান। ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ মালিকের সঙ্গে বৈঠকের আশ্বাস দিলেও সকালে এসে তাঁরা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধ হলেও তাঁদের আইনগত পাওনাদি দ্রুত পরিশোধ করতে হবে।
কারখানার প্রধান ফটকে টাঙানো নোটিশে উল্লেখ করা হয়, ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শ্রমিকদের একাংশ অবৈধভাবে কাজ বন্ধ রেখে কারখানার ভেতর বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বারবার অনুরোধ সত্ত্বেও শ্রমিকেরা কাজে না ফিরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করেছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কারখানা খোলার তারিখ জানানো হবে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (গাজীপুর সদর জোন) ফারুকুল আলম জানান, শ্রমিকেরা ছাঁটাই বন্ধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষের দাবি, তারা অর্থনৈতিক সংকটের কারণে ভর্তুকি দিয়ে কারখানা চালাচ্ছিল, কিন্তু বর্তমান শ্রমিক অসন্তোষের কারণে তারা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লার ময়নামতি রেলস্টেশন এলাকায় চলন্ত সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি ময়নামতি স্টেশনের আউটার অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
ঝালকাঠির নলছিটি উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কয়েকটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে দেওয়া হয়, দুটি ইটভাটার স মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
১৭ মিনিট আগে
পতেঙ্গার গুপ্তখাল এলাকায় অবস্থিত স্ক্যাডা (নিয়ন্ত্রণ) সেন্টারে চাপের অস্বাভাবিকতা ধরা পড়লে বিষয়টি নজরে আসে। পরে জানা যায়, মহাসড়কের পাশে প্রায় ১২ ফুট মাটির নিচে স্থাপিত পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালানো হচ্ছিল।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ফুলবাড়ী পৌরসভার পশ্চিম গৌরীপাড়া বউবাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে