Ajker Patrika

পথচারীদের জন্য মাস্ক নিয়ে বসে আছে পুলিশ

প্রতিনিধি, রাজশাহী
আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৮: ১৪
পথচারীদের জন্য মাস্ক নিয়ে বসে আছে পুলিশ

অনেকে এখনো বাড়ি থেকে মাস্ক নিয়ে বের হতে ভুলে যান। আবার বাড়ি থেকে নিয়ে এলেও কারও মাস্ক হয়তো ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়। রাজশাহীতে এমন পথচারীদের জন্য রাস্তার মোড়ে মাস্ক নিয়ে বসে আছে পুলিশ। মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় একটি বুথ স্থাপন করে মাস্ক বিতরণ করা হচ্ছে।

করোনা মহামারিতে সর্বসাধারণের জন্য রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এ উদ্যোগ নিয়েছে। এই বুথে গেলেই পুলিশ হাতে তুলে দিচ্ছে একটি করে সার্জিক্যাল মাস্ক। সব সময়ই বুথে থাকছেন পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার সকালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে এই বুথের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, করোনা থেকে বাঁচতে হলে মাস্কের বিকল্প নেই। চলার পথে মাস্কের প্রয়োজন হলে, বাড়ি থেকে মাস্ক নিয়ে বের হতে ভুলে গেলে কিংবা ব্যবহৃত মাস্ক নষ্ট হয়ে গেলে এই বুথ থেকে বিনা মূল্যে মাস্ক সংগ্রহ করতে পারবেন যে কেউ। সাধারণ মানুষের কথা চিন্তা করে তাঁরা এই বুথ চালু করলেন।

বুথ উদ্বোধনের সময় আরএমপির উপ–পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (বোয়ালিয়া) তৌহিদুল আরিফসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত