শেরপুর (বগুড়া) প্রতিনিধি

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় ৫ হাজার ৬৭৬ লিটার মজুত সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার এলাকার দুই ভাই ট্রেডার্সের গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তেলগুলো বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন।
জানা যায়, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার মনিটরিংয়ে বের হন। এ সময় দুই ভাই ট্রেডার্সের গুদামে ৫ হাজার ৬৭৬ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। কিছুদিন আগে মজুত করার উদ্দেশ্যে তেলগুলো কেনা হয়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় তেলগুলো জব্দ করা হয় এবং পূর্বের বাজারদরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে এসব তেল উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় স্থানীয় জনগণ পূর্বের ১৬০ টাকা লিটার দরে তা ক্রয় করেন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেহেতু তেলগুলো জব্দ করে পূর্বের দামে বিক্রি করা হচ্ছে, তাই বাজেয়াপ্ত বা জরিমানা করা হয়নি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনগণ ন্যায্য দামে তেল কিনতে পারছেন। মজুতদারি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।’

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় ৫ হাজার ৬৭৬ লিটার মজুত সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার এলাকার দুই ভাই ট্রেডার্সের গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তেলগুলো বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন।
জানা যায়, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার মনিটরিংয়ে বের হন। এ সময় দুই ভাই ট্রেডার্সের গুদামে ৫ হাজার ৬৭৬ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। কিছুদিন আগে মজুত করার উদ্দেশ্যে তেলগুলো কেনা হয়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় তেলগুলো জব্দ করা হয় এবং পূর্বের বাজারদরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে এসব তেল উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় স্থানীয় জনগণ পূর্বের ১৬০ টাকা লিটার দরে তা ক্রয় করেন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেহেতু তেলগুলো জব্দ করে পূর্বের দামে বিক্রি করা হচ্ছে, তাই বাজেয়াপ্ত বা জরিমানা করা হয়নি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনগণ ন্যায্য দামে তেল কিনতে পারছেন। মজুতদারি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।’

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ মিনিট আগে
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৬ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে