শেরপুর (বগুড়া) প্রতিনিধি

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় ৫ হাজার ৬৭৬ লিটার মজুত সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার এলাকার দুই ভাই ট্রেডার্সের গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তেলগুলো বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন।
জানা যায়, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার মনিটরিংয়ে বের হন। এ সময় দুই ভাই ট্রেডার্সের গুদামে ৫ হাজার ৬৭৬ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। কিছুদিন আগে মজুত করার উদ্দেশ্যে তেলগুলো কেনা হয়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় তেলগুলো জব্দ করা হয় এবং পূর্বের বাজারদরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে এসব তেল উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় স্থানীয় জনগণ পূর্বের ১৬০ টাকা লিটার দরে তা ক্রয় করেন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেহেতু তেলগুলো জব্দ করে পূর্বের দামে বিক্রি করা হচ্ছে, তাই বাজেয়াপ্ত বা জরিমানা করা হয়নি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনগণ ন্যায্য দামে তেল কিনতে পারছেন। মজুতদারি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।’

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রতিরোধে বগুড়ার শেরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয় ৫ হাজার ৬৭৬ লিটার মজুত সয়াবিন তেল। গতকাল মঙ্গলবার পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার এলাকার দুই ভাই ট্রেডার্সের গুদাম থেকে এই তেল উদ্ধার করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকৃত তেলগুলো বোতলের গায়ের দামে বিক্রি করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন।
জানা যায়, মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পৌর শহরের কর্মকারপাড়ায় বাজার মনিটরিংয়ে বের হন। এ সময় দুই ভাই ট্রেডার্সের গুদামে ৫ হাজার ৬৭৬ লিটার সয়াবিন তেলের সন্ধান মেলে। কিছুদিন আগে মজুত করার উদ্দেশ্যে তেলগুলো কেনা হয়। বোতলের গায়ে পূর্বের দাম লেখা থাকায় তেলগুলো জব্দ করা হয় এবং পূর্বের বাজারদরে বিক্রির নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী আজ দুপুরে এসব তেল উপজেলা পরিষদ চত্বরে আনা হয়। এ সময় স্থানীয় জনগণ পূর্বের ১৬০ টাকা লিটার দরে তা ক্রয় করেন।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমীন বলেন, ‘আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ‘যেহেতু তেলগুলো জব্দ করে পূর্বের দামে বিক্রি করা হচ্ছে, তাই বাজেয়াপ্ত বা জরিমানা করা হয়নি। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনগণ ন্যায্য দামে তেল কিনতে পারছেন। মজুতদারি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিং করা হবে।’

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
৩ ঘণ্টা আগে