Ajker Patrika

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের নিকট কেবিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবেদা খাতুন (৪) গোপালপুর বাজার সংলগ্ন কেবিনপাড়া এলাকার দিনমজুর আবু হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে বাড়ি হওয়ায় আবেদা খাতুন অসতর্কভাবে রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিল। খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের বাবা দিনমজুর আবু হোসেন বলেন, আবেদা খাতুন তাঁর একমাত্র সন্তান। প্রতিদিন বাড়ির পাশে রেললাইনের ধারে সে খেলাধুলা করত। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় মেয়েটি চলে গেল।

আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র কর্মকার বলেন, দুর্ঘটনায় নিহত শিশু আবেদা খাতুনের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এটি রেলওয়ের পুলিশের আওতায় হওয়ায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত