সিরাজগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে আব্দুল আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বলেন, গত ৪ আগস্ট তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আব্দুল আজিজের নেতৃত্বে হামলা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা অস্ত্রের মহড়া দেন, মারধর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটনান। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। এই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য কোথা থেকে এল এ বিষয়ে সাবেক এমপি আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জর করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন ছাত্ররা। এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালান। হামলায় সমন্বয় সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন।
এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
গত ৮ এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। তিনি কারাগারের বাইরে এলে বিক্ষুব্ধ ছাত্ররা তাঁকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন। পরে তাঁকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে আব্দুল আজিজকে সিরাজগঞ্জের তাড়াশ আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল বলেন, গত ৪ আগস্ট তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আব্দুল আজিজের নেতৃত্বে হামলা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা অস্ত্রের মহড়া দেন, মারধর করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটনান। এতে বেশ কয়েকজন ছাত্র আহত হন। এই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য কোথা থেকে এল এ বিষয়ে সাবেক এমপি আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জর করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হন ছাত্ররা। এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালান। হামলায় সমন্বয় সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হন।
এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
গত ৮ এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান। তিনি কারাগারের বাইরে এলে বিক্ষুব্ধ ছাত্ররা তাঁকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন। পরে তাঁকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২১ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২৩ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে