নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত ৩৪ জন শিক্ষকের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকা আওয়ামী লীগের প্রবীণ নেতা রাহেনুল হক এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে বাঘার ১৮ জনের ব্যাপারে অভিযোগ করা হয় গত সোমবার। আর চারঘাটের ১৬ জনের ব্যাপারে অভিযোগ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার।
অভিযোগে নাম থাকা মীরগঞ্জ কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক, এটা সত্য। আগে নৌকার প্রচার-প্রচারণা চালিয়েছি। তিন দিন আগে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। তারা (নির্বাচন কমিশন) বলে দিয়েছে, “আগে যা করেছেন করেছেন, এখন থেকে আর না। এখন আপনারা আমাদের। নির্বাচন সুষ্ঠু করতে হবে।” এর পর থেকে আমি আর প্রচারণায় যাইনি।’
স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের প্রধান নির্বাচনী এজেন্ট মেরাজুল ইসলাম বলেন, ‘এই প্রিসাইডিং কর্মকর্তারা সরাসরি নৌকার প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন। ভোটকেন্দ্রে গিয়ে তাঁরা অনিয়ম করতে পারেন।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, প্রশিক্ষণ হয়েছে, শিক্ষকেরা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে কে কোথায় দায়িত্ব পালন করবেন, তা তাঁরা নিজেরাও জানেন না। সুতরাং, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কাউকে নিয়ে কোনো এলাকায় আপত্তি থাকলে তাঁকে ওই এলাকায় দায়িত্ব দেওয়া হবে না।

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত ৩৪ জন শিক্ষকের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থাকা আওয়ামী লীগের প্রবীণ নেতা রাহেনুল হক এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এর মধ্যে বাঘার ১৮ জনের ব্যাপারে অভিযোগ করা হয় গত সোমবার। আর চারঘাটের ১৬ জনের ব্যাপারে অভিযোগ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার।
অভিযোগে নাম থাকা মীরগঞ্জ কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক, এটা সত্য। আগে নৌকার প্রচার-প্রচারণা চালিয়েছি। তিন দিন আগে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। তারা (নির্বাচন কমিশন) বলে দিয়েছে, “আগে যা করেছেন করেছেন, এখন থেকে আর না। এখন আপনারা আমাদের। নির্বাচন সুষ্ঠু করতে হবে।” এর পর থেকে আমি আর প্রচারণায় যাইনি।’
স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের প্রধান নির্বাচনী এজেন্ট মেরাজুল ইসলাম বলেন, ‘এই প্রিসাইডিং কর্মকর্তারা সরাসরি নৌকার প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন। ভোটকেন্দ্রে গিয়ে তাঁরা অনিয়ম করতে পারেন।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, প্রশিক্ষণ হয়েছে, শিক্ষকেরা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তবে কে কোথায় দায়িত্ব পালন করবেন, তা তাঁরা নিজেরাও জানেন না। সুতরাং, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কাউকে নিয়ে কোনো এলাকায় আপত্তি থাকলে তাঁকে ওই এলাকায় দায়িত্ব দেওয়া হবে না।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৯ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৭ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৪০ মিনিট আগে