নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কৌশিক (২১) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে কৌশিককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ সোমবার কলেজছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার কৌশিক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা নিয়ে বেড়াতে কৌশিক ও তাঁর বান্ধবী। এ সময় কৌশিক মোবাইলে বান্ধবীর আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে বান্ধবীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে ওই ছাত্রী রাজি না হলে মোবাইলে ধারণ করা ভিডিও স্বজনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, কৌশিককে গ্রেপ্তার পর তাঁর মোবাইল ফোন জব্দ করা হয়। ভুক্তভোগী ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নাটোরের নলডাঙ্গা ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে কৌশিক (২১) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রকে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার রাতে জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রাম থেকে কৌশিককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৬ সোমবার কলেজছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তার কৌশিক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর গ্রামের জুয়েল ইসলামের ছেলে ও বাগাতিপাড়া ডিগ্রি কলেজের ছাত্র।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই দুপুরে নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা নিয়ে বেড়াতে কৌশিক ও তাঁর বান্ধবী। এ সময় কৌশিক মোবাইলে বান্ধবীর আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে বান্ধবীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। এতে ওই ছাত্রী রাজি না হলে মোবাইলে ধারণ করা ভিডিও স্বজনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে নলডাঙ্গা থানায় কৌশিকের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, কৌশিককে গ্রেপ্তার পর তাঁর মোবাইল ফোন জব্দ করা হয়। ভুক্তভোগী ছাত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নাটোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
২ ঘণ্টা আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘আইনগত কাজ করতে গেলে মানুষ ভুল বোঝে। তারা মনে করে এঁরা (পুলিশ সদস্য) ৫ আগস্টের আগের পুলিশ, তাঁরা কেন গ্রেপ্তার করবেন? তাঁরা কেন রাস্তা ছেড়ে দিতে বলবেন? নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে