নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী ন্যায্যমূল্যে এখন আর চাল, ডাল ও মসুর ডাল পাচ্ছেন না। টিসিবির পণ্য সরবরাহের দাবিতে আজ বুধবার এলাকার কিছু নারী সংবাদ সম্মেলন করেছেন।
আজ সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নারীরা বলেন, ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাঁদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তাঁরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিতরণ করতে দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আজ টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোনো ডিলারকেই পণ্য বিক্রি করতে দেওয়া হয়নি।’ সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করার দাবি জানান।
টিসিবির পণ্য বিক্রি না করার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, ‘এখানে বিএনপি-জামায়াতের দুটি গ্রুপ রয়েছে। সাবেক কাউন্সিলরেরও একটি গ্রুপ আছে। একটি পক্ষ চায় পণ্য বিক্রি করা হোক, অন্যরা চায় না। তারা নতুন কার্ড করার পক্ষে। এই অবস্থায় পণ্য বিক্রি করতে গেলে মারামারি লেগে যাবে।’
সামশুল ইসলাম আরও বলেন, ‘এই টিসিবির পণ্যকে কেন্দ্র করে আগের সচিব বদলি হয়েছেন। আমি ডিসেম্বরের ৯ তারিখে যোগ দিয়েছি। আমি পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারব না।’
রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী ন্যায্যমূল্যে এখন আর চাল, ডাল ও মসুর ডাল পাচ্ছেন না। টিসিবির পণ্য সরবরাহের দাবিতে আজ বুধবার এলাকার কিছু নারী সংবাদ সম্মেলন করেছেন।
আজ সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নারীরা বলেন, ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাঁদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তাঁরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিতরণ করতে দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আজ টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোনো ডিলারকেই পণ্য বিক্রি করতে দেওয়া হয়নি।’ সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করার দাবি জানান।
টিসিবির পণ্য বিক্রি না করার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, ‘এখানে বিএনপি-জামায়াতের দুটি গ্রুপ রয়েছে। সাবেক কাউন্সিলরেরও একটি গ্রুপ আছে। একটি পক্ষ চায় পণ্য বিক্রি করা হোক, অন্যরা চায় না। তারা নতুন কার্ড করার পক্ষে। এই অবস্থায় পণ্য বিক্রি করতে গেলে মারামারি লেগে যাবে।’
সামশুল ইসলাম আরও বলেন, ‘এই টিসিবির পণ্যকে কেন্দ্র করে আগের সচিব বদলি হয়েছেন। আমি ডিসেম্বরের ৯ তারিখে যোগ দিয়েছি। আমি পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারব না।’
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ের পাঁচতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি। দেড় বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও চার বছরের দ্বারপ্রান্তে এসেও তা শেষ হয়নি। অথচ বিলের সিংহভাগ টাকাই তুলে নিয়েছেন ঠিকাদার। এই অনিয়মের ঘটনা ঘটেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের
৪ ঘণ্টা আগেক্যানসার চিকিৎসায় সরকারি পর্যায়ে দেশের একমাত্র বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) ছয়টি রেডিওথেরাপি যন্ত্রই নষ্ট। ফলে তিন সপ্তাহ ধরে এই প্রতিষ্ঠানে রেডিওথেরাপি সেবা বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুই শতাধিক রোগী।
৪ ঘণ্টা আগেপ্রায় ১০ একর জায়গাজুড়ে একের পর এক টিলা নিয়ে চট্টগ্রামের নাগিন পাহাড়। বছরের পর বছর এই পাহাড়ের ওপর এক্সকাভেটর ও কোদালের কোপ পড়ার পর এখন নিশ্চিহ্নপ্রায়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকারের সময়ই ঐতিহ্যবাহী এ পাহাড় কেটে প্রায় নিশ্চিহ্ন করেছেন দলটির নেতা-কর্মীরা। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে আবাসিক এলাকাসহ বিভিন্ন
৪ ঘণ্টা আগেরাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীর ওপর হামলার ঘটনার নেপথ্যে ঢাকার দুই শীর্ষ সন্ত্রাসীর দ্বন্দ্ব। মার্কেট দখলকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হক ইমন ও ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের অনুসারীরা এই দ্বন্দ্বে জড়িয়েছেন।
৫ ঘণ্টা আগে