নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী ন্যায্যমূল্যে এখন আর চাল, ডাল ও মসুর ডাল পাচ্ছেন না। টিসিবির পণ্য সরবরাহের দাবিতে আজ বুধবার এলাকার কিছু নারী সংবাদ সম্মেলন করেছেন।
আজ সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নারীরা বলেন, ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাঁদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তাঁরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিতরণ করতে দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আজ টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোনো ডিলারকেই পণ্য বিক্রি করতে দেওয়া হয়নি।’ সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করার দাবি জানান।
টিসিবির পণ্য বিক্রি না করার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, ‘এখানে বিএনপি-জামায়াতের দুটি গ্রুপ রয়েছে। সাবেক কাউন্সিলরেরও একটি গ্রুপ আছে। একটি পক্ষ চায় পণ্য বিক্রি করা হোক, অন্যরা চায় না। তারা নতুন কার্ড করার পক্ষে। এই অবস্থায় পণ্য বিক্রি করতে গেলে মারামারি লেগে যাবে।’
সামশুল ইসলাম আরও বলেন, ‘এই টিসিবির পণ্যকে কেন্দ্র করে আগের সচিব বদলি হয়েছেন। আমি ডিসেম্বরের ৯ তারিখে যোগ দিয়েছি। আমি পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারব না।’


রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডে দুই মাস ধরে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। ওয়ার্ডের প্রায় আড়াই হাজার টিসিবি কার্ডধারী সুবিধাভোগী ন্যায্যমূল্যে এখন আর চাল, ডাল ও মসুর ডাল পাচ্ছেন না। টিসিবির পণ্য সরবরাহের দাবিতে আজ বুধবার এলাকার কিছু নারী সংবাদ সম্মেলন করেছেন।
আজ সকালে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে নারীরা বলেন, ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা তাঁদের কার্ড বাতিল বলে ঘোষণা দিয়েছেন। তাঁরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাউন্সিলরের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং টিসিবির পণ্য বিতরণ করতে দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আজ টিসিবির পণ্য দেওয়ার কথা ছিল। ওয়ার্ডের চারজন ডিলার পণ্য বিক্রির জন্য পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তা ও সহযোগিতার জন্য আবেদন করেছিলেন। কিন্তু কোনো ডিলারকেই পণ্য বিক্রি করতে দেওয়া হয়নি।’ সংবাদ সম্মেলন থেকে নারীরা দ্রুত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করার দাবি জানান।
টিসিবির পণ্য বিক্রি না করার ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সচিব সামশুল ইসলাম বলেন, ‘এখানে বিএনপি-জামায়াতের দুটি গ্রুপ রয়েছে। সাবেক কাউন্সিলরেরও একটি গ্রুপ আছে। একটি পক্ষ চায় পণ্য বিক্রি করা হোক, অন্যরা চায় না। তারা নতুন কার্ড করার পক্ষে। এই অবস্থায় পণ্য বিক্রি করতে গেলে মারামারি লেগে যাবে।’
সামশুল ইসলাম আরও বলেন, ‘এই টিসিবির পণ্যকে কেন্দ্র করে আগের সচিব বদলি হয়েছেন। আমি ডিসেম্বরের ৯ তারিখে যোগ দিয়েছি। আমি পরিস্থিতির শিকার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া সিদ্ধান্ত নিতে পারব না।’


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে