নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর রাজতিলক সিনেমা হলটি আবারও চালু হয়েছে। এটি বন্ধ হয়েছিল ১১ বছর আগে। ২০১২ সালে সর্বশেষ ‘কমন জেন্ডার’ সিনেমাটি চলেছিল এই হলে। সেই হলটি আবার চালু হলো ‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সিনেমাটি প্রথম দেখানো হয় রাজতিলকে।
এর আগে হলের ভেতরেই অনুষ্ঠানিক ফিতা কেটে হলটির উদ্বোধন করা হয়। এ সময় হলের মালিক সাজ্জাদ হোসেন বলেন, সিনেমার সুদিন ফেরাতে হল টিকিয়ে রাখতে হবে। তাই তিনি উদ্যোগী হয়ে এই হল চালু করলেন। এই হলে দেশের সিনেমা তো বটেই, সরকার যেসব বিদেশী সিনেমা আমদানি করবে সেগুলোও প্রদর্শন করা হবে।
রাজশাহী মহানগরে এক সময় ৬টি সিনেমা হল ছিল। আশপাশের প্রতিটি উপজেলায়ও ছিল সিনেমা হল। একে একে সবগুলো হলই বন্ধ হয়ে যায়। শহরের সবশেষ উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যায় ২০১৮ সালের শেষের দিকে। এরপর শহরে কোনো সিনেমা হলই ছিল না।
সম্প্রতি রাজশাহীর হাইটেক পার্কে স্টার সিনেপ্লেক্স চালু হয়েছে। এরপর শহর লাগোয়া কাটাখালী বাজারে ১১ বছর রাজতিলক সিনেমা হল চালু হলো। এই হলটি যখন বন্ধ হয়েছিল তখন রুম্মান আলী নামের চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু করতে পারছিলেন না। তাঁর কাছ থেকে মাসিক ভাড়ার চুক্তিতে হলটি নিয়ে চালু করলেন চলচ্চিত্রের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন। ১৯৯৬ সাল থেকে সিনেমার সঙ্গে সম্পৃক্ত থাকা সাজ্জাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি। থাকেন ঢাকায়।
সাজ্জাদ হোসেন বলেন, ‘পাঁচ বছরের জন্য চুক্তি করে তিনি হলটি ভাড়া নিয়েছেন। হলের প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম পুরোপুরি ডিজিটাল। প্রায় ৬০০ দর্শক এই হলে একসঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন। সর্বনিম্ন ৭০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য রাখা হচ্ছে। এর ফলে সকল শ্রেণির মানুষ হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাবে বলে তিনি মনে করছেন।’

রাজশাহীর রাজতিলক সিনেমা হলটি আবারও চালু হয়েছে। এটি বন্ধ হয়েছিল ১১ বছর আগে। ২০১২ সালে সর্বশেষ ‘কমন জেন্ডার’ সিনেমাটি চলেছিল এই হলে। সেই হলটি আবার চালু হলো ‘হাওয়া’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে। আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সিনেমাটি প্রথম দেখানো হয় রাজতিলকে।
এর আগে হলের ভেতরেই অনুষ্ঠানিক ফিতা কেটে হলটির উদ্বোধন করা হয়। এ সময় হলের মালিক সাজ্জাদ হোসেন বলেন, সিনেমার সুদিন ফেরাতে হল টিকিয়ে রাখতে হবে। তাই তিনি উদ্যোগী হয়ে এই হল চালু করলেন। এই হলে দেশের সিনেমা তো বটেই, সরকার যেসব বিদেশী সিনেমা আমদানি করবে সেগুলোও প্রদর্শন করা হবে।
রাজশাহী মহানগরে এক সময় ৬টি সিনেমা হল ছিল। আশপাশের প্রতিটি উপজেলায়ও ছিল সিনেমা হল। একে একে সবগুলো হলই বন্ধ হয়ে যায়। শহরের সবশেষ উপহার সিনেমা হলটি বন্ধ হয়ে যায় ২০১৮ সালের শেষের দিকে। এরপর শহরে কোনো সিনেমা হলই ছিল না।
সম্প্রতি রাজশাহীর হাইটেক পার্কে স্টার সিনেপ্লেক্স চালু হয়েছে। এরপর শহর লাগোয়া কাটাখালী বাজারে ১১ বছর রাজতিলক সিনেমা হল চালু হলো। এই হলটি যখন বন্ধ হয়েছিল তখন রুম্মান আলী নামের চাঁপাইনবাবগঞ্জের এক ব্যক্তি কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু করতে পারছিলেন না। তাঁর কাছ থেকে মাসিক ভাড়ার চুক্তিতে হলটি নিয়ে চালু করলেন চলচ্চিত্রের প্রডাকশন ম্যানেজার সাজ্জাদ হোসেন। ১৯৯৬ সাল থেকে সিনেমার সঙ্গে সম্পৃক্ত থাকা সাজ্জাদের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি। থাকেন ঢাকায়।
সাজ্জাদ হোসেন বলেন, ‘পাঁচ বছরের জন্য চুক্তি করে তিনি হলটি ভাড়া নিয়েছেন। হলের প্রজেক্টর এবং সাউন্ড সিস্টেম পুরোপুরি ডিজিটাল। প্রায় ৬০০ দর্শক এই হলে একসঙ্গে বসে সিনেমা দেখতে পারবেন। সর্বনিম্ন ৭০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত টিকিটের মূল্য রাখা হচ্ছে। এর ফলে সকল শ্রেণির মানুষ হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পাবে বলে তিনি মনে করছেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে