নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর কাটাখালী পৌর আওয়ামী লীগের সহসভাপতি শরীয়ত আলী সৈকতের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন যুবলীগ নেতা জিয়াউল আলম লিটন। লিটন চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক কমিটির (পিটিআই) সভাপতি।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লিটন। জিডিতে তিনি বলেন, তিনি বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি। গত ৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা আবু সামা ও তাঁর ভাই শরীয়ত আলীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে স্কুলের ইট লুটের বিষয়টিও উঠে আসে। যেহেতু তিনি স্কুলের পিটিআই কমিটির সভাপতি, তাই শরীয়তের ধারণা সাংবাদিককে তিনিই তথ্য দিয়েছেন। এ জন্য শরীয়ত তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
শরীয়তের ভাই আবু সামা পৌর আওয়ামী লীগের সভাপতি। গত ৩ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘দুই ভাইয়ে তটস্থ কাটাখালীর সবাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় নিউজ আসার পর আমার বাড়িতে দুটি ইট নিক্ষেপ করা হয়েছে। এরপর ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন শরীয়ত। এরা তো পেছন থেকে যে কোনো সময় হামলা করতে পারে। সে জন্য থানায় জিডি করেছি। পুলিশ অবশ্য জিডি নিচ্ছিল না। আমাকে বলছিল, এদের বিরুদ্ধে জিডি করলে তদন্ত শুরু হওয়ার পর নাকি আমি বিপদে পড়ব। দুই দিন ঘুরে যখন বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, তখন জিডি নিয়েছে।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কে জিডি নিচ্ছিল না সেটা আমার জানা নেই। এ রকম কোনো জিডি হয়েছে কিনা সেটিও জানি না। প্রতিদিনই তো কত জিডি হয়। সব কী মনে রাখা যায়?’ তখন জিডি নম্বর জানালে ওসি বলেন, ‘নম্বর যখন দিয়েছে, তখন জিডি রেকর্ড হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
লিটনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শরীয়ত আলী বলেন, ‘লিটন আমার প্রতিবেশী। তাঁর সঙ্গে তো প্রায়ই ফোনে কথা হয়। কিন্তু আমি প্রাণনাশের কোনো হুমকি দিইনি। হুমকি দিয়ে থাকলে এবং এ ব্যাপারে জিডি হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

রাজশাহীর কাটাখালী পৌর আওয়ামী লীগের সহসভাপতি শরীয়ত আলী সৈকতের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন যুবলীগ নেতা জিয়াউল আলম লিটন। লিটন চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক কমিটির (পিটিআই) সভাপতি।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লিটন। জিডিতে তিনি বলেন, তিনি বেলঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি। গত ৩ অক্টোবর আওয়ামী লীগ নেতা আবু সামা ও তাঁর ভাই শরীয়ত আলীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে স্কুলের ইট লুটের বিষয়টিও উঠে আসে। যেহেতু তিনি স্কুলের পিটিআই কমিটির সভাপতি, তাই শরীয়তের ধারণা সাংবাদিককে তিনিই তথ্য দিয়েছেন। এ জন্য শরীয়ত তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
শরীয়তের ভাই আবু সামা পৌর আওয়ামী লীগের সভাপতি। গত ৩ অক্টোবর আজকের পত্রিকার প্রথম পাতায় ‘দুই ভাইয়ে তটস্থ কাটাখালীর সবাই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় নিউজ আসার পর আমার বাড়িতে দুটি ইট নিক্ষেপ করা হয়েছে। এরপর ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন শরীয়ত। এরা তো পেছন থেকে যে কোনো সময় হামলা করতে পারে। সে জন্য থানায় জিডি করেছি। পুলিশ অবশ্য জিডি নিচ্ছিল না। আমাকে বলছিল, এদের বিরুদ্ধে জিডি করলে তদন্ত শুরু হওয়ার পর নাকি আমি বিপদে পড়ব। দুই দিন ঘুরে যখন বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব, তখন জিডি নিয়েছে।’
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কে জিডি নিচ্ছিল না সেটা আমার জানা নেই। এ রকম কোনো জিডি হয়েছে কিনা সেটিও জানি না। প্রতিদিনই তো কত জিডি হয়। সব কী মনে রাখা যায়?’ তখন জিডি নম্বর জানালে ওসি বলেন, ‘নম্বর যখন দিয়েছে, তখন জিডি রেকর্ড হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
লিটনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শরীয়ত আলী বলেন, ‘লিটন আমার প্রতিবেশী। তাঁর সঙ্গে তো প্রায়ই ফোনে কথা হয়। কিন্তু আমি প্রাণনাশের কোনো হুমকি দিইনি। হুমকি দিয়ে থাকলে এবং এ ব্যাপারে জিডি হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৪ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৪ ঘণ্টা আগে