নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ককটেলটি রাহেনুল হকের পাশের বাড়ির টিনের চালায় গিয়ে পড়েছে। রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের বাড়ি চারঘাট উপজেলা সদরে। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ির দেয়ালের পাশে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটি গিয়ে পড়ে। এ সময় বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মমতাজ জাহান জুঁই নামের এক নারী অসুস্থ হয়ে পড়েন। ছয় মাসের অন্তঃসত্ত্বা এই নারী পাশের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।
মমতাজ জাহানের স্বামী শিমুল সরকার বলেন, ‘আমাদের ঠিক জানালার পাশেই আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটির বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর থেকে আমার স্ত্রী ও সন্তান কানে ঠিকমতো শুনতে পাচ্ছে না। তাদের চিকিৎসা করানো হয়েছে।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক বলেন, ‘আমাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ভয়ভীতি দেখাতে কেউ আমার বাড়ি লক্ষ্য করে ককটেল মেরেছে। তবে ককটেলটি পাশের বাড়িতে পড়েছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার পরিবারের লোকজন ভীষণ ভয় পেয়েছে।’ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়েছেন। পুলিশ সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ককটেলটি রাহেনুল হকের পাশের বাড়ির টিনের চালায় গিয়ে পড়েছে। রোববার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের বাড়ি চারঘাট উপজেলা সদরে। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের বাড়ির দেয়ালের পাশে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটি গিয়ে পড়ে। এ সময় বিকট শব্দে ককটেলটির বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মমতাজ জাহান জুঁই নামের এক নারী অসুস্থ হয়ে পড়েন। ছয় মাসের অন্তঃসত্ত্বা এই নারী পাশের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।
মমতাজ জাহানের স্বামী শিমুল সরকার বলেন, ‘আমাদের ঠিক জানালার পাশেই আবুল কালাম আজাদের বাড়ির টিনের চালায় ককটেলটির বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর থেকে আমার স্ত্রী ও সন্তান কানে ঠিকমতো শুনতে পাচ্ছে না। তাদের চিকিৎসা করানো হয়েছে।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হক বলেন, ‘আমাকে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ভয়ভীতি দেখাতে কেউ আমার বাড়ি লক্ষ্য করে ককটেল মেরেছে। তবে ককটেলটি পাশের বাড়িতে পড়েছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমার পরিবারের লোকজন ভীষণ ভয় পেয়েছে।’ এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়েছেন। পুলিশ সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৭ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২৬ মিনিট আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
৩৬ মিনিট আগে