নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগে ছিল, এখনো চলছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের বিষয়ে সন্দেহ আছে। তারা কি আবারও আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়?’
আজ বুধবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘দেশে একটি মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে, তবে তাদের এই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। অন্য কেউও পারবে না।’
আব্দুস সালাম বলেন, ‘গত ৫ আগস্টের সাত মাস পরও দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। মানুষ জানতে চায়, নির্বাচন কবে হবে, কীভাবে হবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’
নেতা-কর্মীদের সংগ্রামের কথা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা সালাম বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর ধরে লড়াই করছেন, নিপীড়নের শিকার হয়েছেন। তবু তাঁরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিশোধপরায়ণ হননি, যাতে দেশের আর্থসামাজিক পরিস্থিতির অবনতি না হয়।’
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও ওবায়দুর রহমান চন্দন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগে ছিল, এখনো চলছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের বিষয়ে সন্দেহ আছে। তারা কি আবারও আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়?’
আজ বুধবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ‘দেশে একটি মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে, তবে তাদের এই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। অন্য কেউও পারবে না।’
আব্দুস সালাম বলেন, ‘গত ৫ আগস্টের সাত মাস পরও দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। মানুষ জানতে চায়, নির্বাচন কবে হবে, কীভাবে হবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’
নেতা-কর্মীদের সংগ্রামের কথা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা সালাম বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর ধরে লড়াই করছেন, নিপীড়নের শিকার হয়েছেন। তবু তাঁরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিশোধপরায়ণ হননি, যাতে দেশের আর্থসামাজিক পরিস্থিতির অবনতি না হয়।’
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও ওবায়দুর রহমান চন্দন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে