Ajker Patrika

যারা নির্বাচন পেছাতে চায়, তাদের বিষয়ে সন্দেহ আছে: সালাম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিভাগ বিএনপির পর্যালোচনা সভায় আব্দুস সালাম। ছবি: আজকের পত্রিকা
রাজশাহী বিভাগ বিএনপির পর্যালোচনা সভায় আব্দুস সালাম। ছবি: আজকের পত্রিকা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আগে ছিল, এখনো চলছে। যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের বিষয়ে সন্দেহ আছে। তারা কি আবারও আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায়?’

আজ বুধবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘দেশে একটি মহল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং বিএনপিকে দোষারোপ করে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে, তবে তাদের এই অপচেষ্টা সফল হবে না। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, কিন্তু বিএনপির ক্ষতি করতে পারেনি। অন্য কেউও পারবে না।’

আব্দুস সালাম বলেন, ‘গত ৫ আগস্টের সাত মাস পরও দেশে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। মানুষ জানতে চায়, নির্বাচন কবে হবে, কীভাবে হবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।’

নেতা-কর্মীদের সংগ্রামের কথা তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা সালাম বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর ধরে লড়াই করছেন, নিপীড়নের শিকার হয়েছেন। তবু তাঁরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিশোধপরায়ণ হননি, যাতে দেশের আর্থসামাজিক পরিস্থিতির অবনতি না হয়।’

সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও ওবায়দুর রহমান চন্দন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় ৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত