নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রাথমিকে চাকরির প্রলোভন দিয়ে টাকা আত্মসাতের মামলায় রাজশাহীতে গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ সোমবার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী হোসেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের মামলায় আসামিদের তো রিমান্ডের আবেদন করা হবেই। রিমান্ডের আবেদন করা হয়েছে, তবে শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি হতে পারে।’
গ্রেপ্তাররা হলেন-এএসআই গোলাম রাব্বানী (৩৩), কনস্টেবল আবদুর রহমান (৩২) ও শাহরিয়ার পারভেজ শিমুল (৩১)। আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল আরএমপির সদর দপ্তরে কর্মরত ছিলেন। আর গোলাম রাব্বানী ছিলেন দিনাজপুরের পার্বতীপুর থানায়। তিনি আগে আরএমপিতে পুলিশ কনস্টেবল ছিলেন। পরে পদোন্নতি পেয়ে এএসআই হয়ে দিনাজপুরে যান।
এর আগে গত শুক্রবার সারা দেশে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষার আগে একটি চক্রের সঙ্গে পুলিশের এই সদস্যরা ১৫-২০ জন চাকরি প্রার্থীকে পাস করে দেওয়ার চুক্তি করেন। এ জন্য প্রত্যেককে খুব ছোট আকারের হেডফোন সরবরাহ করেন। এর মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার্থীকে প্রশ্নের সব উত্তর বলে দেওয়ার কথা ছিল। এ জন্য পরীক্ষার্থীদের সঙ্গে ১০ থেকে ১২ লাখ টাকার করে চুক্তি করা হয়েছিল।
বিষয়টি টের পেরে পরীক্ষার আগের (বৃহস্পতিবার) রাতে আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই তিন পুলিশ সদস্যকে আটক করেন। আসামি শাহরিয়ার পারভেজের বাসা থেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত ১৬টি গেঞ্জি, ১৩টি চুম্বক দণ্ড, ক্ষুদ্র গোলাকৃতির চুম্বকযুক্ত ২৬টি ইলেকট্রনিকস ডিভাইস, ১৫টি সাদা রঙের মোবাইল ফোনের চার্জার, দুইটি স্ট্যাম্প, দুটি চেক, টাকা পাঠানোর দুইটি রসিদ এবং নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।
পরদিন শনিবার এ ঘটনায় কারিমা খাতুন নামে এক ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিনই তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

প্রাথমিকে চাকরির প্রলোভন দিয়ে টাকা আত্মসাতের মামলায় রাজশাহীতে গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল ও এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) রিমান্ডের আবেদন করা হয়েছে। আজ সোমবার আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী হোসেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের মামলায় আসামিদের তো রিমান্ডের আবেদন করা হবেই। রিমান্ডের আবেদন করা হয়েছে, তবে শুনানি হয়নি। মঙ্গলবার শুনানি হতে পারে।’
গ্রেপ্তাররা হলেন-এএসআই গোলাম রাব্বানী (৩৩), কনস্টেবল আবদুর রহমান (৩২) ও শাহরিয়ার পারভেজ শিমুল (৩১)। আবদুর রহমান ও শাহরিয়ার পারভেজ শিমুল আরএমপির সদর দপ্তরে কর্মরত ছিলেন। আর গোলাম রাব্বানী ছিলেন দিনাজপুরের পার্বতীপুর থানায়। তিনি আগে আরএমপিতে পুলিশ কনস্টেবল ছিলেন। পরে পদোন্নতি পেয়ে এএসআই হয়ে দিনাজপুরে যান।
এর আগে গত শুক্রবার সারা দেশে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। পরীক্ষার আগে একটি চক্রের সঙ্গে পুলিশের এই সদস্যরা ১৫-২০ জন চাকরি প্রার্থীকে পাস করে দেওয়ার চুক্তি করেন। এ জন্য প্রত্যেককে খুব ছোট আকারের হেডফোন সরবরাহ করেন। এর মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার্থীকে প্রশ্নের সব উত্তর বলে দেওয়ার কথা ছিল। এ জন্য পরীক্ষার্থীদের সঙ্গে ১০ থেকে ১২ লাখ টাকার করে চুক্তি করা হয়েছিল।
বিষয়টি টের পেরে পরীক্ষার আগের (বৃহস্পতিবার) রাতে আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ওই তিন পুলিশ সদস্যকে আটক করেন। আসামি শাহরিয়ার পারভেজের বাসা থেকে ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত ১৬টি গেঞ্জি, ১৩টি চুম্বক দণ্ড, ক্ষুদ্র গোলাকৃতির চুম্বকযুক্ত ২৬টি ইলেকট্রনিকস ডিভাইস, ১৫টি সাদা রঙের মোবাইল ফোনের চার্জার, দুইটি স্ট্যাম্প, দুটি চেক, টাকা পাঠানোর দুইটি রসিদ এবং নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।
পরদিন শনিবার এ ঘটনায় কারিমা খাতুন নামে এক ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। পরে ওই দিনই তিন আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে