খোন্দকার মাহাবুবুল হক, ঈশ্বরদী (পাবনা)

প্রথম সন্তানের মৃত্যুর ঘটনাটি ২০২০ সালের ডিসেম্বরে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রী ছিলেন মেয়ে সনি খাতুন (৩০)। অপারেশনের চার দিন পর মারা যান তিনি। সনির মৃত্যুর সেই শোক এখনো ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনি তাঁর বাবা ও মা। এরই মধ্যে আজ শনিবার ট্রেনে কাটা মারা যান একমাত্র সন্তান হাসানুজ্জামান ইমতিয়াজ। সন্তানদের হারিয়ে নিস্তব্ধ হয়েছেন পাবনার ঈশ্বরদী শহরের পেয়ারাখালি গ্রামের ইসহাক আলী প্রামানিক ও তাঁর স্ত্রী।
এর আগে সকাল শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে নাটোরের লালপুরের আব্দুলপুর জংশন স্টেশন প্লাটফর্মে যাত্রীবাহী কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান একমাত্র সন্তান হাসানুজ্জামান ইমতিয়াজ। সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের পেয়ারাখালি গ্রামে জানাজা শেষে তাঁকে করব দেওয়া হয়।
দুপুরে সরেজমিনে দেখা যায়, পেয়ারাখালি গ্রামে নিহত ইমতিয়াজের বাড়িতে নেমেছে মানুষের ঢল। ইমতিয়াজের মরদেহ দেখে অনেকেই অশ্রু সিক্ত নয়নে ফিরে যান। গোসল শেষে খাটিয়ার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে ইমতিয়াজের মরদেহ। বিদায় বেলা এক নজর দেখতে ভিড় করছেন মানুষ। একটু দূরে ছেলে হারানোর ব্যথায় চিৎকার করে কাঁদছেন বাবা পাবনা জজ কোর্টের আইনজীবী ইসহাক আলী প্রামানিক। একটু পরপরই শুধু চিৎকার করছেন আর বলছেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ, আমি কারে নিয়ে থাকব, মেয়ে গেল, এখন আবার তুই গেলি বাবা।’
পাশেই শোকে নিস্তব্ধ মা। কান্নার ভাষা যেন হারিয়ে পাথর হয়ে গেছেন তিনি। খানিক পরপর শুধু ডুকরে কাঁদছেন। দেড় বছরের ব্যবধানে দুই সন্তানকে হারানো বাবা-মার আহাজারি থামানোর চেষ্টা করছিলেন প্রতিবেশী ও স্বজনেরা।
ফেরদৌস শেখ নামে তাদের এক স্বজন বলেন, ইছাহক আলীর মাত্র দুইটিই সন্তান ছিল। এর মধ্যে সনি খাতুন মারা যায় দেড় বছর আগে। আজ আবার ট্রেনে কাটা পড়ে মারা গেল একমাত্র সন্তান ইমতিয়াজ। ওই পরিবারের এখন আর কোনো সন্তান থাকল না। এটি অনেক বেশি কষ্টের। এই শোক বাবা-মা কেমন করে সহ্য করবেন বুঝে পাচ্ছি না।
কান্না জড়িত কণ্ঠে নিহত ইমতিয়াজের বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘স্টেশনে ট্রেন যখন ছেড়ে দিছে, ও তখন দৌড়ায় ট্রেনে উঠছিল। আমি ছেলেকে বললাম তুই উঠিস না বাবা! পড়ে যাবি, পড়বি-পড়বি নিষেধ করতেই সব শেষ হয়ে গেল।’

প্রথম সন্তানের মৃত্যুর ঘটনাটি ২০২০ সালের ডিসেম্বরে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রী ছিলেন মেয়ে সনি খাতুন (৩০)। অপারেশনের চার দিন পর মারা যান তিনি। সনির মৃত্যুর সেই শোক এখনো ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনি তাঁর বাবা ও মা। এরই মধ্যে আজ শনিবার ট্রেনে কাটা মারা যান একমাত্র সন্তান হাসানুজ্জামান ইমতিয়াজ। সন্তানদের হারিয়ে নিস্তব্ধ হয়েছেন পাবনার ঈশ্বরদী শহরের পেয়ারাখালি গ্রামের ইসহাক আলী প্রামানিক ও তাঁর স্ত্রী।
এর আগে সকাল শনিবার সকাল ৭টা ৫০ মিনিটে নাটোরের লালপুরের আব্দুলপুর জংশন স্টেশন প্লাটফর্মে যাত্রীবাহী কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান একমাত্র সন্তান হাসানুজ্জামান ইমতিয়াজ। সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের পেয়ারাখালি গ্রামে জানাজা শেষে তাঁকে করব দেওয়া হয়।
দুপুরে সরেজমিনে দেখা যায়, পেয়ারাখালি গ্রামে নিহত ইমতিয়াজের বাড়িতে নেমেছে মানুষের ঢল। ইমতিয়াজের মরদেহ দেখে অনেকেই অশ্রু সিক্ত নয়নে ফিরে যান। গোসল শেষে খাটিয়ার কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে ইমতিয়াজের মরদেহ। বিদায় বেলা এক নজর দেখতে ভিড় করছেন মানুষ। একটু দূরে ছেলে হারানোর ব্যথায় চিৎকার করে কাঁদছেন বাবা পাবনা জজ কোর্টের আইনজীবী ইসহাক আলী প্রামানিক। একটু পরপরই শুধু চিৎকার করছেন আর বলছেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ, আমি কারে নিয়ে থাকব, মেয়ে গেল, এখন আবার তুই গেলি বাবা।’
পাশেই শোকে নিস্তব্ধ মা। কান্নার ভাষা যেন হারিয়ে পাথর হয়ে গেছেন তিনি। খানিক পরপর শুধু ডুকরে কাঁদছেন। দেড় বছরের ব্যবধানে দুই সন্তানকে হারানো বাবা-মার আহাজারি থামানোর চেষ্টা করছিলেন প্রতিবেশী ও স্বজনেরা।
ফেরদৌস শেখ নামে তাদের এক স্বজন বলেন, ইছাহক আলীর মাত্র দুইটিই সন্তান ছিল। এর মধ্যে সনি খাতুন মারা যায় দেড় বছর আগে। আজ আবার ট্রেনে কাটা পড়ে মারা গেল একমাত্র সন্তান ইমতিয়াজ। ওই পরিবারের এখন আর কোনো সন্তান থাকল না। এটি অনেক বেশি কষ্টের। এই শোক বাবা-মা কেমন করে সহ্য করবেন বুঝে পাচ্ছি না।
কান্না জড়িত কণ্ঠে নিহত ইমতিয়াজের বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘স্টেশনে ট্রেন যখন ছেড়ে দিছে, ও তখন দৌড়ায় ট্রেনে উঠছিল। আমি ছেলেকে বললাম তুই উঠিস না বাবা! পড়ে যাবি, পড়বি-পড়বি নিষেধ করতেই সব শেষ হয়ে গেল।’

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৪৩ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২ ঘণ্টা আগে