আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

উত্ত্যক্তের বিচার চেয়ে অবরুদ্ধ করে রাখা শিক্ষকদের উদ্ধার করতে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিসহ প্রশাসনের কর্মকর্তারা প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁদের বিদ্যালয়ে আটকে রাখে শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে উপজেলার রায়কালী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিককে পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন–উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেশ আরা ও রায়কালী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, রায়কালী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিকের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠে। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি ওই ছাত্রী ও তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মণ্ডলের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। প্রধান শিক্ষক ও অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আজ ওই শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন, থানার ওসি আবু বকর সিদ্দিক ও রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ বিদ্যালয়ে যান। এরপর অভিযুক্ত শিক্ষককে উপস্থিত করে পুলিশের গাড়িতে তুলে উপজেলা পরিষদের সভাকক্ষে আনার চেষ্টা করলে শিক্ষার্থীরা বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁদের বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। তাঁরা একাধিক বার চেষ্টা করেও বিদ্যালয় থেকে বের হতে পারেননি। পরে অভিযুক্ত শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে বৈঠক করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে বৈঠক শেষ হয়।
কয়েকজন শিক্ষার্থী জানায়, সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিক একাধিক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। আমরা প্রতিবাদ করলে আমাদের টিসি দিয়ে বিদ্যালয় থেকে বিদায় করার ভয় দেখাত। যে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেছে তাঁর মাসহ প্রধান শিক্ষকের কাছে গিয়ে অভিযোগ করে গেছেন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আমরা অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি করছি।
রায়কালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ-ছয় দিন আগে ওই ছাত্রী ও তার মা সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিকের বিরুদ্ধে আমার কাছে মৌখিক অভিযোগ করেছিলেন। সময়ের অভাবে অভিযোগ সম্পর্কে কাউকে জানাতে পারিনি। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিদ্যালয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিককে বিদ্যালয়ে পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

উত্ত্যক্তের বিচার চেয়ে অবরুদ্ধ করে রাখা শিক্ষকদের উদ্ধার করতে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিসহ প্রশাসনের কর্মকর্তারা প্রায় আড়াই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁদের বিদ্যালয়ে আটকে রাখে শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে উপজেলার রায়কালী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিককে পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন–উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নওজেশ আরা ও রায়কালী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, রায়কালী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিকের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠে। এ বিষয়ে গত ২৬ জানুয়ারি ওই ছাত্রী ও তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মণ্ডলের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। প্রধান শিক্ষক ও অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আজ ওই শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। খবর পেয়ে ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন, থানার ওসি আবু বকর সিদ্দিক ও রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদ বিদ্যালয়ে যান। এরপর অভিযুক্ত শিক্ষককে উপস্থিত করে পুলিশের গাড়িতে তুলে উপজেলা পরিষদের সভাকক্ষে আনার চেষ্টা করলে শিক্ষার্থীরা বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁদের বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। তাঁরা একাধিক বার চেষ্টা করেও বিদ্যালয় থেকে বের হতে পারেননি। পরে অভিযুক্ত শিক্ষককে গাড়ি থেকে নামিয়ে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে বৈঠক করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে বৈঠক শেষ হয়।
কয়েকজন শিক্ষার্থী জানায়, সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিক একাধিক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। আমরা প্রতিবাদ করলে আমাদের টিসি দিয়ে বিদ্যালয় থেকে বিদায় করার ভয় দেখাত। যে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেছে তাঁর মাসহ প্রধান শিক্ষকের কাছে গিয়ে অভিযোগ করে গেছেন। প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক মিলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। আমরা অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি করছি।
রায়কালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ-ছয় দিন আগে ওই ছাত্রী ও তার মা সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিকের বিরুদ্ধে আমার কাছে মৌখিক অভিযোগ করেছিলেন। সময়ের অভাবে অভিযোগ সম্পর্কে কাউকে জানাতে পারিনি। ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিদ্যালয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম মানিককে বিদ্যালয়ে পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২৫ মিনিট আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে