বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা-বানেশ্বর মহাসড়ক অবরোধ করেন।
এতে শত শত নেতা-কর্মীরা একত্র হয়ে মাথায় সাদা কাপড় বেঁধে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে, ফেস্টুন, ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। অবরোধে এই নেতা হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।
এ সময় বাঘা বাজারে গুরুত্বপূর্ণভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব, আড়ানী পৌর কাউন্সিলর কার্তিক চন্দ্র হালদার, বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, মারুফ মণ্ডল প্রমুখ।
এর আগে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইসলাম বাবুল (৫০)।
উল্লেখ্য, ২২ জুন বাঘা উপজেলা সদরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের দুই গ্রুপের নেতা–কর্মীরা। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে বাবুলের অবস্থা ছিল সংকটাপন্ন। সংঘর্ষের ঘটনায় সেদিন রাতেই থানায় মামলা করেছেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পিন্টু। এ মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার এড়াতে মেয়র আক্কাস আত্মগোপনে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছিলেন, সংঘর্ষের দিন আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মারামারির ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

রাজশাহীর বাঘায় দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর খবরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা-বানেশ্বর মহাসড়ক অবরোধ করেন।
এতে শত শত নেতা-কর্মীরা একত্র হয়ে মাথায় সাদা কাপড় বেঁধে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে টায়ার জ্বালিয়ে, ফেস্টুন, ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। অবরোধে এই নেতা হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবি জানানো হয়।
এ সময় বাঘা বাজারে গুরুত্বপূর্ণভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন নবাব, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিপ্লব, আড়ানী পৌর কাউন্সিলর কার্তিক চন্দ্র হালদার, বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, মারুফ মণ্ডল প্রমুখ।
এর আগে আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল ইসলাম বাবুল (৫০)।
উল্লেখ্য, ২২ জুন বাঘা উপজেলা সদরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান আওয়ামী লীগের দুই গ্রুপের নেতা–কর্মীরা। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে বাবুলের অবস্থা ছিল সংকটাপন্ন। সংঘর্ষের ঘটনায় সেদিন রাতেই থানায় মামলা করেছেন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পিন্টু। এ মামলায় বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হয়ে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেরাজুল ইসলাম এখন কারাগারে রয়েছেন। গ্রেপ্তার এড়াতে মেয়র আক্কাস আত্মগোপনে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছিলেন, সংঘর্ষের দিন আশরাফুল ইসলাম বাবুলকে কুপিয়ে ফেলে রাখা হয়েছিল। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মারামারির ঘটনায় যে মামলাটি হয়েছিল, সেই মামলাটিই এখন হত্যা মামলায় রূপ নেবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৯ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১৩ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে