বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। অন্যদিকে একই দিনে সকালে পৌর মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ। উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা উপজেলা চত্বরে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলুসহ অন্তত ৫০ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, মারুফ হোসেন, তরঙ্গ আলী, শাহজামাল লিটন, নাসির উদ্দিন, মতিউর রহমান, গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। এদিকে মামলা দায়েরের পর থেকে মেয়র আক্কাস ও উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুসহ তাঁদের অনুসারী নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। অনেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। এ মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা হলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে উপজেলার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। অন্যদিকে একই দিনে সকালে পৌর মেয়র আক্কাছ আলীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ। উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা উপজেলা চত্বরে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলুসহ অন্তত ৫০ জন আহত হন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, মারুফ হোসেন, তরঙ্গ আলী, শাহজামাল লিটন, নাসির উদ্দিন, মতিউর রহমান, গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। এদিকে মামলা দায়েরের পর থেকে মেয়র আক্কাস ও উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলুসহ তাঁদের অনুসারী নেতা-কর্মীরা গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। অনেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। এ মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে