শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নিজের ভাড়াবাড়িতে আশ্রয় দেওয়া মেয়েশিশুকে (৭) ধর্ষণ করার মামলায় আসামি স্বপন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার ভোরে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, ‘গতকাল ভোরে স্বপন মিয়াকে বগুড়ার র্যাব-১২ ও র্যাব-১৪ সহযোগিতায় ময়মনসিংহের সদর থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বিকেলে তাঁকে শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।’
শেরপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার স্বপন মিয়ার বাড়ি গাইবান্ধার সদর থানার টিনদহ গ্রামে। আর শিশুটির মায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে দেশের বিভিন্ন শহরে প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবন জীবিকা চালান তাঁরা। সাত বছরের শিশুটি তার মায়ের সঙ্গে থাকে।
শিশুটি মায়ের সঙ্গে কয়েক দিন আগে বগুড়ার শেরপুর শহরে প্লাস্টিকের বোতল কুড়াতে আসেন। এ সময় শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় স্বপন মিয়ার সঙ্গে পরিচয় হয়। স্বপন মা-মেয়েকে নিজের ভাড়া বাড়িতে থাকার জন্য আশ্রয় দেন। গত ১৫ মার্চ দুপুরে শিশুটির মা খাবার কিনতে হোটেলে যান। এ সময় স্বপন তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। পরের দিন সকালে শিশুটির মা বাদী হয়ে স্বপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘স্বপন মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এই শিশু ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে।’

বগুড়ার শেরপুরে নিজের ভাড়াবাড়িতে আশ্রয় দেওয়া মেয়েশিশুকে (৭) ধর্ষণ করার মামলায় আসামি স্বপন মিয়াকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার ভোরে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, ‘গতকাল ভোরে স্বপন মিয়াকে বগুড়ার র্যাব-১২ ও র্যাব-১৪ সহযোগিতায় ময়মনসিংহের সদর থেকে স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বিকেলে তাঁকে শেরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।’
শেরপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার স্বপন মিয়ার বাড়ি গাইবান্ধার সদর থানার টিনদহ গ্রামে। আর শিশুটির মায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকায়। তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে দেশের বিভিন্ন শহরে প্লাস্টিকের বোতল কুড়িয়ে জীবন জীবিকা চালান তাঁরা। সাত বছরের শিশুটি তার মায়ের সঙ্গে থাকে।
শিশুটি মায়ের সঙ্গে কয়েক দিন আগে বগুড়ার শেরপুর শহরে প্লাস্টিকের বোতল কুড়াতে আসেন। এ সময় শহরের ধুনট রোড বাসস্ট্যান্ড এলাকায় স্বপন মিয়ার সঙ্গে পরিচয় হয়। স্বপন মা-মেয়েকে নিজের ভাড়া বাড়িতে থাকার জন্য আশ্রয় দেন। গত ১৫ মার্চ দুপুরে শিশুটির মা খাবার কিনতে হোটেলে যান। এ সময় স্বপন তাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন। পরের দিন সকালে শিশুটির মা বাদী হয়ে স্বপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তাঁকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘স্বপন মিয়া এখন থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এই শিশু ধর্ষণ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হবে।’

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
৩ মিনিট আগে
জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, সম্প্রতি হিন্দুধর্মাবলম্বীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ চক্র জড়িত। তারা দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে এই অগ্নিসংযোগ করে।
১৫ মিনিট আগে
মিঠামইনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় অবহেলার অভিযোগে তিন চেয়ারম্যানকে সাময়িক বহিষ্কার করে প্রশাসক নিয়োগ করেছে জেলা প্রশাসক। গতকাল সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
২৯ মিনিট আগে
ভোলা সদর উপজেলায় বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার নামের একটি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত সঞ্চালন করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মারা যাওয়া রোগীর নাম লামিয়া আক্তার। এ ঘটনায় তাঁর স্বজন ও এলাকাবাসী ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন। নবজাতক সুস্থ আছে বলে জানা গেছে। ওই নারীর মৃত্যুর পরপরই জেলা
৩৫ মিনিট আগে