তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে বাবা-ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামের আব্দুল হান্নান (৪৫) এবং তাঁর ছেলে শামীম রেজা (২৩)।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া কয়েকটি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এরই মধ্যে ওই গ্রামের এক স্থানে সেই ঘরের জমি নিজেদের দাবি করে আব্দুল হান্নান ও তাঁর ছেলে শামীম রেজা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে ওই জমির কাগজপত্র যাচাই করে ওই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত করা হয়। তবুও তাঁরা ওই জমিতে ঘর নির্মাণে বাধা দিয়ে আসছিলেন।
পিআইও তারিকুল আরও জানান, আজ দুপুরে ওই স্থানে একটি ঘরের নির্মাণকাজ শুরুর সময়ে আব্দুল হান্নান ও শামীম কাজে বাধা দেন। বিষয়টি তখন ইউএনওকে জানানো হয়। খবর পেয়ে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ তাৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সেখানে যান।
দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে বাবা-ছেলের সঙ্গে তর্ক চলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘যে জমি নিয়ে তর্ক, সেটি এরই মধ্যে ভূমিহীন একজনের নামে বরাদ্দ করা হয়েছে।’
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘দণ্ড পাওয়া বাবা-ছেলে দুজনকে বিকেলেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

রাজশাহীর তানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে বাবা-ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামের আব্দুল হান্নান (৪৫) এবং তাঁর ছেলে শামীম রেজা (২৩)।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া কয়েকটি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে। এরই মধ্যে ওই গ্রামের এক স্থানে সেই ঘরের জমি নিজেদের দাবি করে আব্দুল হান্নান ও তাঁর ছেলে শামীম রেজা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে ওই জমির কাগজপত্র যাচাই করে ওই জমি সরকারি খাস হিসেবে চিহ্নিত করা হয়। তবুও তাঁরা ওই জমিতে ঘর নির্মাণে বাধা দিয়ে আসছিলেন।
পিআইও তারিকুল আরও জানান, আজ দুপুরে ওই স্থানে একটি ঘরের নির্মাণকাজ শুরুর সময়ে আব্দুল হান্নান ও শামীম কাজে বাধা দেন। বিষয়টি তখন ইউএনওকে জানানো হয়। খবর পেয়ে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ তাৎক্ষণিকভাবে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সেখানে যান।
দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে বাবা-ছেলের সঙ্গে তর্ক চলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘যে জমি নিয়ে তর্ক, সেটি এরই মধ্যে ভূমিহীন একজনের নামে বরাদ্দ করা হয়েছে।’
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘দণ্ড পাওয়া বাবা-ছেলে দুজনকে বিকেলেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৯ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে