তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর পৌর এলাকায় প্রেমিকার বাড়িতে মারুফ (১৯) নামের প্রেমিককে আটকে রাখা হয়েছে। মারুফের পরিবার ওই তরুণী সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তিন দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ভক্তিপুর গ্রামে।
আজ শুক্রবার বেলা ৪টা পর্যন্ত ঘটনাটি আপস মীমাংসার নামে স্থানীয় দুই কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান এবং যুবলীগ নেতা টুটুল প্রেমিক-প্রেমিকার পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের পাশাপাশি দফায় দফায় বৈঠক করেছেন।
মারুফ একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর একটি কলেজে লেখাপড়া করেন।
শুক্রবার দুপুরে ভক্তিপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রেমিক মারুফকে দেখতে গ্রামের উৎসুক লোকজন ভিড় করে আছেন।
এ সময় আটক মারুফ ঘরের জানালা দিয়ে বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমাদের প্রেম চলছে। আমাদের একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। আমি রাজশাহীতে পড়ালেখা করি। পাশের আকচা স্কুল সংলগ্ন বানিয়ালপাড়া গ্রামে আমার নানার বাড়ি।’
মারুফ আরও বলেন, ‘আমি গত বুধবারে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে প্রেমিকার সাথে দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে তুলে এনে আমাকে আটকে রাখা হয়েছে। আমার সামনে এইচএসসি পরীক্ষা। আমাদের কথা হয়ে আছে পরীক্ষার পরপর অবশ্যই আমার এ প্রেমিকাকে বিয়ে করব। তবু প্রেমিকার পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছাড়াও কয়েকজন পরিকল্পিতভাবে আমাকে ধরে এনে আটক রেখেছে।’
এ সময় তরুণীর পরিবারের একাধিক নারী বলেন, মারুফকে আদর যত্নে রাখা হয়েছে। আমাদের মেয়েকে বিয়ে করলেই কেবল তাঁকে ছেড়ে দেওয়া হবে এমন কথা বলে দিয়েছেন কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান। তবে এখন পর্যন্ত প্রেমিক মারুফের পরিবার থেকে বিয়েতে সম্মতি দেননি বলেও জানান তারা।
এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর মুনজুর রহমান বলছেন, ‘বিয়ে দেওয়ার জন্য প্যানেল মেয়র আরব আলী ও যুবলীগ নেতা টুটুলসহ আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি। ঘটনাটি যেন বেশি দূর না গড়ায় সে জন্যে টুটুলকে থানা-পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করার জন্য টাকাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তাঁদের খবরই নেই।’
কিন্তু তিন দিন ধরে এভাবে ওই যুবককে আটকে রাখতে পারেন কিনা এ প্রশ্ন করা হলে, তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিষয়টি তানোর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আরব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় বিয়ের আয়োজন করা যাচ্ছে না। আবার ওই ছেলের সঙ্গে ওই তরুণীর বিয়ে না হলে প্রেমিকা তরুণী আত্মহত্যা করবে বলেও তাঁকে জানিয়ে দিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, তাঁর বদলি হয়েছে। আজ সন্ধ্যাই নতুন কর্মস্থলে যোগদান করবেন। তবে বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ দিলে পুলিশ সব ধরনের আইনগত ব্যবস্থা নেবে।

রাজশাহীর তানোর পৌর এলাকায় প্রেমিকার বাড়িতে মারুফ (১৯) নামের প্রেমিককে আটকে রাখা হয়েছে। মারুফের পরিবার ওই তরুণী সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তিন দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ভক্তিপুর গ্রামে।
আজ শুক্রবার বেলা ৪টা পর্যন্ত ঘটনাটি আপস মীমাংসার নামে স্থানীয় দুই কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান এবং যুবলীগ নেতা টুটুল প্রেমিক-প্রেমিকার পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের পাশাপাশি দফায় দফায় বৈঠক করেছেন।
মারুফ একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর একটি কলেজে লেখাপড়া করেন।
শুক্রবার দুপুরে ভক্তিপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রেমিক মারুফকে দেখতে গ্রামের উৎসুক লোকজন ভিড় করে আছেন।
এ সময় আটক মারুফ ঘরের জানালা দিয়ে বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমাদের প্রেম চলছে। আমাদের একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। আমি রাজশাহীতে পড়ালেখা করি। পাশের আকচা স্কুল সংলগ্ন বানিয়ালপাড়া গ্রামে আমার নানার বাড়ি।’
মারুফ আরও বলেন, ‘আমি গত বুধবারে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে প্রেমিকার সাথে দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে তুলে এনে আমাকে আটকে রাখা হয়েছে। আমার সামনে এইচএসসি পরীক্ষা। আমাদের কথা হয়ে আছে পরীক্ষার পরপর অবশ্যই আমার এ প্রেমিকাকে বিয়ে করব। তবু প্রেমিকার পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছাড়াও কয়েকজন পরিকল্পিতভাবে আমাকে ধরে এনে আটক রেখেছে।’
এ সময় তরুণীর পরিবারের একাধিক নারী বলেন, মারুফকে আদর যত্নে রাখা হয়েছে। আমাদের মেয়েকে বিয়ে করলেই কেবল তাঁকে ছেড়ে দেওয়া হবে এমন কথা বলে দিয়েছেন কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান। তবে এখন পর্যন্ত প্রেমিক মারুফের পরিবার থেকে বিয়েতে সম্মতি দেননি বলেও জানান তারা।
এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর মুনজুর রহমান বলছেন, ‘বিয়ে দেওয়ার জন্য প্যানেল মেয়র আরব আলী ও যুবলীগ নেতা টুটুলসহ আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি। ঘটনাটি যেন বেশি দূর না গড়ায় সে জন্যে টুটুলকে থানা-পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করার জন্য টাকাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তাঁদের খবরই নেই।’
কিন্তু তিন দিন ধরে এভাবে ওই যুবককে আটকে রাখতে পারেন কিনা এ প্রশ্ন করা হলে, তিনি কোনো মন্তব্য করতে চাননি।
বিষয়টি তানোর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আরব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় বিয়ের আয়োজন করা যাচ্ছে না। আবার ওই ছেলের সঙ্গে ওই তরুণীর বিয়ে না হলে প্রেমিকা তরুণী আত্মহত্যা করবে বলেও তাঁকে জানিয়ে দিয়েছেন।
শুক্রবার বিকেল ৪টায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, তাঁর বদলি হয়েছে। আজ সন্ধ্যাই নতুন কর্মস্থলে যোগদান করবেন। তবে বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ দিলে পুলিশ সব ধরনের আইনগত ব্যবস্থা নেবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ মিনিট আগে
কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১ ঘণ্টা আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১ ঘণ্টা আগে