রিমন রহমান, রাজশাহী

রাস্তা দিয়ে একের পর এক মিছিল ঢুকছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ‘এই ছাত্রদল, যুবদল, ১০ টাকা, ১০ টাকা’ ডেকেই যাচ্ছেন মো. জাহাঙ্গীর। কখনো কখনো মিছিল থেকে দু-একজন বেরিয়ে আসছেন। জাহাঙ্গীরের কাছে থাকা বিএনপির দলীয় নানা রকম ব্যাজ কিনছেন।
বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশস্থলে এভাবে প্রায় ২০ জন ব্যাজ বিক্রি করছেন। জাহাঙ্গীরের দাবি, তাঁরা সবাই ঢাকা থেকে একসঙ্গেই এসেছেন। সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দেশের যেখানে সমাবেশ হচ্ছে, এই ব্যাজ বিক্রেতা হয়ে সেখানেই যাচ্ছেন।
রাজশাহীতে সমাবেশ হবে শনিবার। তার আগেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে হাজির হচ্ছেন। বৃহস্পতিবার রাতে তাঁদের কাছেই ব্যাজ বিক্রি করতে দেখা যায় জাহাঙ্গীরকে। ‘এই ছাত্রদল, যুবদল, ১০ টাকা, ১০ টাকা। যেইডা লন ১০ টাকা’ বলে হেঁকে যাচ্ছিলেন তিনি।
জাহাঙ্গীর বললেন, ‘ঢাকা থিইক্যা আমরা ২০ জন সারা দ্যাশেই যাইতাছি। কুনু জাগায় সমিস্যা হয়নি। আপনাগো রাশশাহীতে আইস্যা হোটেলে থাকনের জাগাও পাচ্ছি না। বিএনপির জিনিসপত্র বিককিরি করতাছে দেইখ্যা একজনরে হোটেলেত থন নামাই দিছে।’
জাহাঙ্গীর আরও বলেন, ‘আমি পল্টন থানা বিএনপির কমিটিত আছি, কিন্তু নাম ভাঙাই না। নাম জানাজানি হইলি সমিস্যা।’ কথার ফাঁকে আবার একইভাবে ছাত্রদল-যুবদলের ক্রেতাদের আকৃষ্ট করতে শুরু করলেন জাহাঙ্গীর।
পাশেই ছিলেন আরেক ব্যাজ বিক্রেতা চান মিয়া। তিনি বলেন, ‘আমরা ২০ জন আছি, অন্য কুনু ব্যাচ পাইবেন না। সব বিএনপির। যেইহানেই বিএনপির প্রোগরাম, সেইহানেই আমরা।’ তারপর চান মিয়াও ‘খালি ২০ টাকা, ২০ টাকা। বাইছা লন, বাইছা লন ২০ টাকা, ২০ টাকা’ বলে ক্রেতাদের আকৃষ্ট করতে শুরু করলেন। বললেন, ধানের শীষ প্রতীক ও বিএনপির শীর্ষ নেতৃত্বের ছবি থাকা এসব ব্যাজ তারা কেনেন ১৮ টাকা পিস দরে। বিক্রি করেন ২০ টাকায়। সমাবেশে যাওয়ার গাড়িভাড়ার টাকা উঠে এলেই তাঁরা খুশি।
বিএনপির সমাবেশ হবে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজি মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ)। এখন সেখানে মঞ্চ ও মাঠ প্রস্তুতের কাজ চলছে। এই মাঠে এখন অন্য নেতা-কর্মীদের প্রবেশের সুযোগ নেই। তাই দূর-দূরান্ত থেকে আসা নেতা-কর্মীরা পাশের ঈদগাহ মাঠে অবস্থান করছেন। বিরাট ঈদগাহের প্রায় পুরোটাই তাঁবুতে ভরে গেছে। তার পরও এখনো স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে একটার পর একটা দল ঢুকছে ঈদগাহ মাঠে।
আরও পড়ুন:

রাস্তা দিয়ে একের পর এক মিছিল ঢুকছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ‘এই ছাত্রদল, যুবদল, ১০ টাকা, ১০ টাকা’ ডেকেই যাচ্ছেন মো. জাহাঙ্গীর। কখনো কখনো মিছিল থেকে দু-একজন বেরিয়ে আসছেন। জাহাঙ্গীরের কাছে থাকা বিএনপির দলীয় নানা রকম ব্যাজ কিনছেন।
বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশস্থলে এভাবে প্রায় ২০ জন ব্যাজ বিক্রি করছেন। জাহাঙ্গীরের দাবি, তাঁরা সবাই ঢাকা থেকে একসঙ্গেই এসেছেন। সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দেশের যেখানে সমাবেশ হচ্ছে, এই ব্যাজ বিক্রেতা হয়ে সেখানেই যাচ্ছেন।
রাজশাহীতে সমাবেশ হবে শনিবার। তার আগেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে এসে হাজির হচ্ছেন। বৃহস্পতিবার রাতে তাঁদের কাছেই ব্যাজ বিক্রি করতে দেখা যায় জাহাঙ্গীরকে। ‘এই ছাত্রদল, যুবদল, ১০ টাকা, ১০ টাকা। যেইডা লন ১০ টাকা’ বলে হেঁকে যাচ্ছিলেন তিনি।
জাহাঙ্গীর বললেন, ‘ঢাকা থিইক্যা আমরা ২০ জন সারা দ্যাশেই যাইতাছি। কুনু জাগায় সমিস্যা হয়নি। আপনাগো রাশশাহীতে আইস্যা হোটেলে থাকনের জাগাও পাচ্ছি না। বিএনপির জিনিসপত্র বিককিরি করতাছে দেইখ্যা একজনরে হোটেলেত থন নামাই দিছে।’
জাহাঙ্গীর আরও বলেন, ‘আমি পল্টন থানা বিএনপির কমিটিত আছি, কিন্তু নাম ভাঙাই না। নাম জানাজানি হইলি সমিস্যা।’ কথার ফাঁকে আবার একইভাবে ছাত্রদল-যুবদলের ক্রেতাদের আকৃষ্ট করতে শুরু করলেন জাহাঙ্গীর।
পাশেই ছিলেন আরেক ব্যাজ বিক্রেতা চান মিয়া। তিনি বলেন, ‘আমরা ২০ জন আছি, অন্য কুনু ব্যাচ পাইবেন না। সব বিএনপির। যেইহানেই বিএনপির প্রোগরাম, সেইহানেই আমরা।’ তারপর চান মিয়াও ‘খালি ২০ টাকা, ২০ টাকা। বাইছা লন, বাইছা লন ২০ টাকা, ২০ টাকা’ বলে ক্রেতাদের আকৃষ্ট করতে শুরু করলেন। বললেন, ধানের শীষ প্রতীক ও বিএনপির শীর্ষ নেতৃত্বের ছবি থাকা এসব ব্যাজ তারা কেনেন ১৮ টাকা পিস দরে। বিক্রি করেন ২০ টাকায়। সমাবেশে যাওয়ার গাড়িভাড়ার টাকা উঠে এলেই তাঁরা খুশি।
বিএনপির সমাবেশ হবে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে (হাজি মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ)। এখন সেখানে মঞ্চ ও মাঠ প্রস্তুতের কাজ চলছে। এই মাঠে এখন অন্য নেতা-কর্মীদের প্রবেশের সুযোগ নেই। তাই দূর-দূরান্ত থেকে আসা নেতা-কর্মীরা পাশের ঈদগাহ মাঠে অবস্থান করছেন। বিরাট ঈদগাহের প্রায় পুরোটাই তাঁবুতে ভরে গেছে। তার পরও এখনো স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে একটার পর একটা দল ঢুকছে ঈদগাহ মাঠে।
আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে